Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১, ২২ অগ্রহায়ণ ১৪২৮

খাবার চুরি করে ধরা পড়ায় ‘লজ্জিত’ কুকুর (ভিডিও)

খাবার, চুরি, করে, ধরা, পড়ায়, লজ্জিত, কুকুর,
ভিডিও'র স্ক্রিনশট

সামাজিক যোগাযোগমাধ্যমে পোষা প্রাণীর নানা অদ্ভুত ও মজার কর্মকাণ্ডের ভিডিও ভাইরাল হতে দেখা যায়।সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় একটি পোষা কুকুর রান্নাঘরে ঢুকে খাবার চুরি করছে। কিন্তু ধরা পড়ে যাওয়ায় তার চেহারা বিবর্ণ হয়ে যায়। ভিডিওটি নেটিজেনদের হাসির খোরাক জুগিয়েছে। ভিডিওটি ইতোমধ্যে ছয় লাখের বেশিবার দেখা হয়েছে।

২৬ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, রান্নাঘরে রাখা দুটি খাবারের পাত্র। তার মধ্যে দুটিতেই রয়েছে খাবার ভর্তি। একটি পোষা কুকুর প্রথমে রান্নাঘরে ধীরে ধীরে ঢোকে এবং সে প্রায় দাঁড়িয়ে সেখানে রাখা পাত্র দুটিকে মুখে করে টেনে নেয়। তার মধ্যে ঘ্রাণ নিয়ে একটি পাত্রের খাবার পছন্দ হওয়াতে সে সেই পাত্রটিকে মুখে করে নামিয়ে আনে। এদিকে বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পরে সমগ্র ঘটনাটি। পাশ থেকে একজনকে কিছু বলতেও শোনা যায়। আর অমনি কুকুরটি চুপ হয়ে যায়।তার ভঙ্গি দেখে বোঝা যাচ্ছিল সে এই কাজের জন্য রীতিমতো লজ্জিত।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এনএইচ/এসকে

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS