• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বাসে গাদাগাদি করে এনে সামাজিক দূরত্ব মেনে পরীক্ষা!

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৩
পরীক্ষা×করোনা×বাস×সামাজিক×গাদাগাদি×যাতায়াত×শিক্ষার্থী×নীল×
ছবি সংগৃহীত

সেশনজট কমাতে স্বাস্থ্যবিধি মেনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিভিন্ন বিভাগের পরীক্ষা চলছে তবে পরীক্ষার হলগুলোতে সামাজিক দূরত্ব মানা হলেও বাসে যাতায়াতে সেই দূরত্বের সুযোগ অনুপস্থিত ফলে বাধ্য হয়ে গাদাগাদি করে যাতায়াত করতে হচ্ছে পরীক্ষার্থীদের নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন পরীক্ষার্থীরা

জানা যায়, পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের তিনটি নীল বাস চালু করা হয়েছিলো শুরুর দিকে খুব বেশি ভিড় না হলেও বর্তমানে বিভিন্ন ব্যাচের পরীক্ষা শুরু হওয়ায় পরিস্থিতি বদলে গিয়েছে অধিক ভিড়ের কারণে এমনকি বাসে পর্যাপ্ত দাঁড়ানোর জায়গাও ঠিকঠাক থাকছে না শিক্ষার্থীদের দাবি তিনটি বাস এখন কোনোভাবেই পর্যাপ্ত নয়

ব্যাপারে নিয়মিত বাসে যাতায়াতকারী মাহমুদুল হাসান বলেন, পরীক্ষার কারণে এই করোনার ভেতর বাধ্য হয়ে বাসগুলোতে যাতায়াত করতে হচ্ছে পরীক্ষার হলে সামাজিক দূরত্ব মেনে পরীক্ষা দিচ্ছি কিন্তু বাসে যদি গাদাগাদি করে আসতে হয় তাহলে সামাজিক দূরত্ব মেনে পরীক্ষা দেওয়ায় কী লাভ হলো?

ব্যাপারে পরিবহন পুলের প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল আলম বলেন, পরীক্ষার্থী বেড়েছে তাই ফেব্রুয়ারি থেকে আরও দুটি বাস চালু করা হয়েছে এখন মোট বাস চলছে পাঁচটি এরপরও যদি বাসে ভিড় দেখা যায় তবে প্রয়োজনে আরও বাস বৃদ্ধি করা হবে

জেবি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে ২০ জনের বিসিএসের স্বপ্নভঙ্গ
সাপের কামড়ে প্রাণ গেল যুবকের 
মৃত্যুর দু’বছর পর দেশে ফিরছে ২ প্রবাসীর মরদেহ
‘আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে’
X
Fresh