ঈশ্বরের কাছাকাছি পৌঁছাতে জর্জিয়ার ক্যাটসখি স্তম্ভের গির্জায় যান সন্ন্যাসীরা
লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন
| ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৮ | আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৩

ছবি: যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন

ছবি: যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন
স্তম্ভটির পদদেশে থাকা সন্ন্যাসীরা প্রতিদিন ৪০ মিটার উঁচুতে উঠে প্রার্থনা করাকে ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পণের সবচেয়ে ভালো উপায় বলে মনে করেন। এখন শুধু স্থানীয় সন্ন্যাসীদেরকে স্তম্ভটির ওপরে ওঠার অনুমতি দেয়া হয়। এছাড়া কোনও নারীকে এই গির্জায় যাওয়ার অনুমতি দেয়া হয় না। আশ্রমটির প্রধান ইলারিয়োন সিএনএন ট্র্যাভেলকে জানান, ২০১৮ সাল থেকে স্তম্ভটির ওপরের গির্জাটিতে জনসাধারণ ও পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেন জর্জিয়ান অর্থোডক্স চার্চের আধ্যাত্মিক নেতা দ্বিতীয় প্যাট্রিয়ার্ক ইলিয়া। তার এক নির্দেশনায় বলা হয় শুধু সন্ন্যাসীরা এই গির্জায় প্রবেশ করতে পারবেন। তিনি বলেন, দশম ও একাদশ শতকে সন্ন্যাসীরা গির্জাটিতে বসবাস শুরু করেন। তারা স্তম্ভটির ওপরেই বসবাস করতেন। এখন সেখানে কেউ বসবাস করেন না। আমরা সেখানে গিয়ে প্রার্থনা করে আশ্রমের ফিরে আসি। স্তম্ভটি নিয়ে অনেক ভুল তথ্য প্রচলিত আছে। মানুষকে সঠিক তথ্য জানানো গুরুত্বপূর্ণ। স্তম্ভটির ওপর ওঠা জনসাধারণ ও পর্যটকদের জন্য নিষিদ্ধ করা হলেও তাদের জন্য দৃষ্টিনন্দন ক্যাটসখি কমপ্লেক্স উন্মুক্ত আছে। দেশটির সরকার ২০০৯ সালে আশ্রম ও আশেপাশের কমপ্লেক্স সংস্কারের উদ্যোগ নেয়। এখন ক্যাটসখি কমপ্লেক্সে একটি নতুন পর্যটক কেন্দ্র এবং একটি ছোট স্যুভেনির শপ আছে। কে/এমকে