• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঘর থেকে মশা দূর করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ জুলাই ২০১৯, ০৬:৩৪
মশা তাড়াতে কৌশল
মশা

ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। আর এই রোগ প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। লক্ষ্য রাখতে হবে আপনার ঘরে যেন মশা না থাকে এবং বংশবৃদ্ধি করতে না পারে। দেখে নিন ঘর থেকে মশা তাড়ানোর উপায়-

  • কর্পূরের ট্যাবলেট ঘরের কোণে কোণে ছড়িয়ে দিন। এটি শুধু মশাই তাড়াবে না, কাজ করবে রুম ফ্রেশনারেরও।
  • লেবু মাঝখান থেকে দুই টুকরা করে কয়েকটি লবঙ্গ গুঁজে নিন। ঘরের কোণায় রাখুন লেবুর টুকরা। লবঙ্গের ঝাঁঝে দূর হবে মশা।
  • মশারা সুগন্ধি থেকে দূরে থাকে। রাতে ঘুমাতে যাওয়ার আগে শরীরে আতর, সুগন্ধি, কিংবা লোশন মেখে শুতে গেলে দেখবেন মশা সাধারণ থেকে অনেক কম দেখা যাবে।
  • রসুনের পানি স্প্রে করলে দূর হয় মশা। কয়েক কোয়া রসুন পিষে পানিতে দিয়ে সেদ্ধ করে নিন। রসুন ছেঁকে পানি বোতলে নিয়ে স্প্রে করুন ঘরে। মশা দূর হবে।
  • ব্যবহৃত চা-পাতা ফেলে না দিয়ে ভাল করে রোদে শুকিয়ে নিন। শুকনো চা পাতা পোড়ানো ধোঁয়ায় ঘরের সমস্ত মশা, মাছি পালিয়ে যাবে। এছাড়া নিমপাতা পোড়ালে যে ধোঁয়া হয়। তা মশা তাড়ানোর জন্য খুবই কার্যকর।

ডি/

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
গরমে হিট অফিসারের আরও কিছু পরামর্শ
বিমানবন্দরে প্রকৌশলী নিহত : বাসচালকের দোষ স্বীকার
গরমে হিট অফিসারের পরামর্শ
X
Fresh