logo
 • ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২০, ৫ মাঘ ১৪২৭

মেয়োনিজের ভিন্ন ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১১ জুন ২০১৯, ১৯:২৭
সংগৃহীত ছবি
মেয়োনিজ শুধু খাবারের স্বাদই বাড়ায় না, এটা দিয়ে আরও অনেক কাজ করা যায়। দেখে নিন সেরকম কয়েকটি কাজ।

 • দরজা-জানলার ছিটকিনি বা তালায় জং ধরে গেলে মেয়োনিজ লাগিয়ে রাখুন কিছুক্ষণ। এরপর কয়েকবার নাড়াচাড়া করুন। জং দূর হবে।
 • কাঠের টেবিলের ওপর অনেক সময় চা বা কফির কাপ রাখলে সেখানে গোল হয়ে দাগ পড়ে যায়। দাগের জায়গায় মেয়োনিজ লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর নরম কোনও কাপড় দিয়ে মুছে ফেলুন। দাগ দূর হবে।
 • স্টিলের বাসন ব্যবহার করতে করতে প্রায়ই আঙুলের ছোপ পড়ে যায়। মেয়োনিজ লাগিয়ে স্টিলের বাসন আবার ভালো করে নরম কাপড় দিয়ে মুছে নিন। ঝকঝকে হবে বাসন।

 • শিশুরা দেয়ালে আঁকিবুঁকি করলে সেটিও দূর করতে পারবেন মেয়োনিজের সাহায্যে।
 • আঙুলের আংটি এমনভাবে চেপে বসেছে যে কিছুতেই খুলতে পারছেন না? আঙুলে ভালো করে মেয়োনিজ মেখে নিন। আংটি খুলে আসবে সহজেই।
 • অসাবধানতাবশত চুলে চুইংগাম লেগে গেলে কিছুক্ষণ মেয়োনিজ লাগিয়ে রাখুন। উঠে যাবে চুইংগাম।
ডি/

 • সর্বশেষ
 • পাঠক প্রিয়
 • লাইফস্টাইল এর সর্বশেষ
 • লাইফস্টাইল এর পাঠক প্রিয়