• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বিদেশি ব্রান্ডের চেয়ে দেশিতেই আস্থা ক্রেতাদের

মাশায়েল অমি, আরটিভি অনলাইন

  ২৮ মে ২০১৯, ১২:১৬

জমে উঠেছে ঈদের বাজার। ব্যস্ত জীবনে আপনজনদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। এবারের ঈদে বিদেশি ব্রান্ডের চেয়ে দেশীয় ব্রান্ডের পোশাক কেনার দিকেই বেশি আগ্রহ ক্রেতাদের।

আড়ং, আর্ট, সেইলর, টুয়েলভসহ দেশীয় ফ্যাশন হাউজ গুলোতেই ক্রেতারা ভিড় করছেন বেশি।

কদিন বাদেই ঈদ। তাই প্রিয়জনদের জন্য ঈদের পোশাক কিনতে দেশিয় ফ্যাশন হাউজেই বেশি ঢুঁ মারছেন ক্রেতারা। ছেলে মেয়ে ও শিশুদের জন্য এবারো বিভিন্ন ফ্যাশন হাউজগুলো এনেছে নতুন রং ও ডিজাইনের নানান পোশাক। বিদেশি পোশাকের চেয়ে ঈদে দেশি ফ্যাশনেবল পোশাকেই আস্থা রাখছেন ক্রেতারা।

আড়ংয়ে পোশাক কিনতে এসেছিলেন সুমাইয়া সেতু। পেশায় প্রকৌশলী এই তরুণী জানালেন, দেশীয় ব্র্যান্ডের পোশাক তার বেশি পছন্দ। তিনি দেশীয় পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করেন বেশি।

গরম আবহাওয়ার কারণে সুতি আর হালকা রংয়ের কাপড় ক্রেতাদের বেশি পচ্ছন্দ। ঈদে দেশীয় ফ্যাশন হাউজগুলোর বেচাকেনা বেশি হওয়ায় খুশি স্বস্তিতে বিক্রেতারা।

বিক্রয়কর্মী রফিকুল ইসলাম জানালেন, শুরুতে ভালো না হলেও এখন বেচাকেনা বেশ ভালো। এভাবে ঈদ পর্যন্ত চললে ব্যবসায়ীরা স্বস্তিতে থাকবে।

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
X
Fresh