• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

কোথায় পাবেন আগুন নেভানোর যন্ত্র?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ এপ্রিল ২০১৯, ১৭:০৯

আগুন নেভানোর সবচেয়ে ভালো এবং কার্যকরী যন্ত্র হলো ফায়ার এক্সটিংগুইসার। এগুলো প্রত্যেকটির গায়ে লেখা থাকে তাতে কী ধরনের কেমিক্যাল রয়েছে। এছাড়া সিলিন্ডারের গায়ের রং দেখেও বুঝা যায় তা কী ধরনের এক্সটিংগুইসার।

যেমন- লাল রং হচ্ছে ওয়াটার টাইপ, ক্রীম কালার হচ্ছে ফোম টাইপ, কালো রং হচ্ছে কার্বন-ডাই-অক্সাইড টাইপ এবং নীল রঙের এক্সটিংগুইসার হচ্ছে পাউডার টাইপ। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে হাতের কাছে ফায়ার এক্সটিংগুইসার রাখতে ও ব্যবহার করতে ভুলবেন না।

ফায়ার এক্সটিংগুইসার আপনারা আশেপাশের বিভিন্ন দোকানে কিংবা অনলাইন শপে পেতে পারেন। যেমন- অথবা ডটকম, দারাজ ডটকম, আজকেরডিল ডটকম, বিডিস্টল ডটকমসহ বেশকিছু অনলাইন শপে যন্ত্রটি পেয়ে যাবেন। এটি ২৫০ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকার মধ্যে কেনা যাবে।

এছাড়াও গুগলে fire extinguisher in bangladesh লিখে সার্চ করলে বিভিন্ন ওয়েবসাইটের তথ্য পেয়ে যাবেন। ওইসব তথ্যের সূত্র ধরেই আপনি কিনে নিতে পারবেন ফায়ার এক্সটিংগুইসার।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
X
Fresh