• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ডোনাট বানাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫৯

খাবারে বৈচিত্র্য আনতে ডোনাট বানাতে পারেন। এটা নাস্তা হিসেবে খেতে পারবেন। এমনকি বাচ্চার টিফিনেও দিতে পারবেন সুস্বাদু ডোনাট। দেখে নিন কীভাবে এটা বানাবেন-

উপকরণ

ময়দা- ২ কাপ, বেকিং পাউডার- ১ চা চামচ, ডিমের কুসুম ২ টি, চিনি -আধা কাপ, দুধ - আধা কাপ, গলানো মাখন - আধা কাপ, লবণ-স্বাদমতো, তেল পরিমাণমতো। গলানো সাজানোর জন্য চকলেট- ১ কাপ ও সুইট বল- ১ প্যাকেট (ইচ্ছা)।

প্রণালি

পাত্রে ময়দা, বেকিং পাউডার, লবণ মিশিয়ে চেলে নিন। ডিমের সাথে চিনি নিয়ে ভালভাবে ফেটে দুধ ও মাখন ঢেলে মিশিয়ে নিন। এবার ময়দায় ডিমের মিশ্রণ ঢেলে খুব ভালো করে মেখে আধাঘণ্টার জন্য রেখে দিন।

ডো থেকে মোটা করে রুটির মতো বেলে ডোনাট কাটার দিয়ে কেটে নিন। ডোনাটগুলো আধাঘণ্টা রেখে দিন। ‍চুলায় তেল গরম করে ডুবো তেলে ডোনাট ভেজে তুলে টিস্যুর ওপর রাখুন।

সবশেষে চকলেট গলিয়ে গরম থাকতে থাকতেই ডোনাটগুলো ডুবিয়ে নিয়ে ওপরে সুইট বল ছড়িয়ে দিন।

ডি/

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘরে বসে টেলিস্কোপ তৈরি করল কিশোর ফারাবী 
দিনাজপুরে ‘বাঁশের চালে’ রান্না হচ্ছে ভাত-পায়েস
গরমে প্রশান্তি দেবে আম-পাবদার ঝোল
সরকারকে বিচারের জন্য তৈরি হতে বললেন রিজভী
X
Fresh