• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ভালোবাসা দিবসে এই উপহার দিলে প্রেম শেষ!

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩২

আর মাত্র কয়েক ঘণ্টা। এরপরই ভালোবাসা দিবস। শেষ মুহূর্তে এসে হয়তো প্রস্তুতি সেরে নিচ্ছেন সবাই। কিন্তু প্রস্তুতির সময় অবশ্যই কয়েকটি বিষয় খেয়াল রাখুন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার বলছে, এসব বিষয়ে সতর্ক না থাকলে আপনার প্রেমটাই শেষ হয়ে যেতে পারে এই ভালোবাসা দিবসে-

  • বিশেষ মানুষটিকে দারুণ একটা চকলেটের বক্স দিলেন, কিন্তু তাতে কোনও চকলেট নেই। এ ভুল কিন্তু একেবারেই মেনে নেবে না আপনার প্রেমিকা। সোজা ওইদিনই বিচ্ছেদ।
  • প্রেমিকা বা প্রেমিকের দারুণ জুতার শখ। তবে ভুলেও এদিন জুতা উপহার দেবেন না। এই দিনটায় বরং তাকে একটু সময় দেয়ার চেষ্টা করুন।
  • বন্ধুরা সবাই মিলে ভালোবাসা দিবস নিয়ে কোনও একটা পরিকল্পনা করছেন, তারপর বিশেষ মানুষটিকে সেই কথা জানালেন। ভুলেও এমনটা করবেন না। এই একটা দিন শুধু দুজনের জন্য রাখার চেষ্টা করুন।
  • আপনি এবং আপনার মনের মানুষ, দুজনই ব্যস্ত। তাই না জানিয়ে ছুটি কাটানোর জন্য বিশেষ বেড়ানোর পরিকল্পনা করা থেকে বিরত থাকুন। দেখা গেলো চাকরি থেকে প্রিয় মানুষটি ছুটি পেলেন না। এ কারণে ঘুরতে যেতে না পেরে আপনার ওপর রেগে যেতে পারে। বুঝতে পারছেন তখন কী হবে?
  • পছন্দের মানুষটির রুচিবোধ সম্পর্কে না জেনে কোনও রকম গয়না বা জাঙ্ক জুয়েলারি না কেনাই ভালো।
  • যুক্তরাষ্ট্রে অনেকেই নাকি প্রেমিক প্রেমিকাকে রাগিয়ে দিতে টয়লেট সিট উপহার দেন। আপনি কিন্তু এটা ভুলেও করবেন না। তাহলে অবধারিত বিচ্ছেদ!
  • আমেরিকায় একবার একজন বান্ধবীকে ‘ফিউনারেল বক্স’ উপহার দিয়েছিলেন। যাতে মৃত্যুর পর সমাধিটা কতটা সুন্দর হবে, তা তিনি দেখে যেতে পারেন। আসলে প্রেমিকাকে আমৃত্যু ভালোবাসবেন এমনটাই বলতে চেয়েছিলেন তিনি। কিন্তু ফল কী হয়েছিল নিজেই বুঝে নিন।

ডি/

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমিকার ১৯ দিন পর প্রেমিকের আত্মহত্যা
প্রেমিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রেমিক গ্রেপ্তার
প্রেম করে বিয়ের ২ মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা 
প্রেমিকাকে জীবনসঙ্গী হিসেবে পেতে পাগলা মসজিদের দান বাক্সে চিঠি
X
Fresh