• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

রান্না করতে গিয়ে হাত পুড়লে কী করবেন?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০৯

রান্না করতে গিয়ে হাত পুড়ে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। যারা নিয়মিত রান্না করেন তাদের ক্ষেত্রে মাঝেমধ্যে এমনটি হয়ে থাকে। এজন্য সাবধানতার সঙ্গে রান্না করতে হবে। এছাড়া রান্না করার সময় হাত পুড়ে গেলে কী করবেন সেটাও জানা থাকা দরকার। এতে প্রাথমিক চিকিৎসা সম্ভব হবে। দেখুন হাত পুড়লে কী করবেন-

  • প্রথমে চুলা বন্ধ করুন।
  • এরপর পোড়া জায়গার জ্বালা কমিয়ে ফোসকা পড়ার ঝুঁকি কমাতে ক্ষতস্থানে ১৫ মিনিট ঠাণ্ডা পানি ঢালুন।
  • ভিনেগারের সঙ্গে সম পরিমাণে পানি মিশিয়ে ক্ষত স্থানটি ধুয়ে নিন। এটি প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিকের কাজ করে।
  • অ্যালোভেরার জেল বের করে পোড়া জায়গায় লাগিয়ে নিন। এতে ত্বকে শীতল অনুভূতি দেবে ও জ্বালাভাব কমে যাবে।
  • ইনফেকশনের ঝুঁকি কমাতে মধু ব্যবহার করা যায়।
  • আদা গ্রেট করে রস লাগিয়ে দিন পোড়া স্থানে জ্বালা কমবে।
  • চা পাতায় আছে ট্যানিক এসিড যা ত্বককে শীতল করে। পোড়া জায়গায় কয়েকটি ঠাণ্ডা ভেজা টি ব্যাগ ধরে রাখুন।
  • পোড়া স্থানে খানিকটা মিন্ট ফ্লেভারের টুথপেস্ট লাগিয়ে নিন। আরাম পাবেন। চামড়াও সুরক্ষিত থাকবে।

মনে রাখবেন, শুধু সামান্য পুড়লে এসব করবেন। আর যদি বেশি পুড়ে তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ডি/পি

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রমজানে সুস্থ থাকতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ পরামর্শ
প্রবাসী আয়ে কর আরোপের পরামর্শ আইএমএফের
ছেলে-মেয়েকে পালিয়ে বিয়ে করার পরামর্শ দিলেন অভিনেত্রী
রমজানে বিএনপিকে সংযম করার পরামর্শ কাদেরের
X
Fresh