logo
  • ঢাকা মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯, ৪ অগ্রহায়ণ ১৪২৬

কেন ক্লান্ত লাগে?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২১ জানুয়ারি ২০১৯, ১৮:৩৬ | আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১৯:৩০
ক্লান্তি আমাদের বড় একটি সমস্যা। এর কারণে কোনোকিছু করতে ভালো লাগে না। ঠিকমতো খাওয়া-দাওয়া করা এবং ঘুমানোর পরও ক্লান্তিভাব না গেলে আমরা হতাশ হয়ে পড়ি। পাশাপাশি কিছুটা চিন্তিতও হই। দেখে নিন আপনার অতিরিক্ত ক্লান্তির কারণ-

  • অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতায় ভুগলে রক্তে রেড ব্লাড সেল বা হিমোগ্লোবিন কমে যায়। এর অন্যতম লক্ষণ হল ক্লান্ত হয়ে পড়া। সঙ্গে মাথা ঘোরা এবং শ্বাস-প্রশ্বাসের সমস্যাও দেখা দেয়।
  • ডিপ্রেশন বা অবসাদ থেকেও ক্লান্তিভাব আসতে পারে।
  • পুষ্টিকর সুষম খাদ্যের অভাব আপনাকে ক্লান্ত করে দিতে পারে। এই সমস্যা কাটাতে আপনাকে যথেষ্ট আমিষ ও শর্করা, পর্যাপ্ত ভিটামিন ও খনিজ খাবার খেতে হবে।
  • অনেক সময় ঘুমের মধ্যেই মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমে যায়, ফলে হঠাৎ ঘুম ভেঙে যায়। কিছুক্ষণ পরই আবার ঘুমিয়ে যাই। কিন্তু এতে ঘুমের যে ব্যাঘাত ঘটে। ফলে সারাদিন ঘুম-ঘুম ভাব থাকে। এ কারণেও আপনার মধ্যে ক্লান্তিভাব আসতে পারে।
  • ডায়াবেটিসের রোগীরা মাঝেমধ্যেই ক্লান্তি অনুভব করতে পারেন। বিশেষ করে যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকেনা তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যেতে পারে।
আরও পড়ুন

ডি/এমকে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • লাইফস্টাইল এর সর্বশেষ
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়