logo
  • ঢাকা রবিবার, ২৫ আগস্ট ২০১৯, ১০ ভাদ্র ১৪২৬

পোশাকের বাজারে শীত

অরবিন রূপক ইমরান
|  ০৬ নভেম্বর ২০১৮, ১৭:৩৯
কিছুদিন যাবত ভোরবেলায় ঘুম ভেঙে যাচ্ছে, নিজের অজান্তেই হাত দুটো একটি চাদর খুঁজে চলে।  অগত্যা চোখ বুজেই বিছানার চাদরটা গায়ে জড়িয়ে কোল বালিশের মতো পড়ে থাকি।  স্বর্গীয় ঘুমটা ভেঙে যায় হিংসুটে এলার্মের মুহুর্মুহু শব্দে।  প্রতি ভোরে পায়ের তালুতে শীতল সুরসুরি পেয়ে এতদিনেও যার আগমন টের পাইনি; রাজধানী নিউ মার্কেটের ফুটপাথে একটু নজর বুলিয়ে পেলাম তাকে।

bestelectronics

নুরজাহান মার্কেটের গলি সংলগ্ন ফুটপাথে বিক্রি হচ্ছে শীতের পোশাক।  ক্রেতারাও এসে জুটেছেন সেখানে।  ওনাদের দেখে আশ্বস্ত হলাম, দুষ্টু শীত রোজ ভোরে কেবল আমারই ঘুম ভাঙায় না, আরও অনেকের সজ্জায় পৌঁছে গেছে সে।  
শীতের শুষ্কতা প্রতিরোধে ইতোমধ্যে বাজারে শীতের পোশাক এসে গেছে।  রাজধানীর নিউমার্কেটের ফুটপাথ ঘুরে দেখা গেলো এখানকার বেশিরভাগ পোশাকই এসেছে শিশুদের জন্য।  বেশকিছু দোকান ঘুরে দেখা গেলো বাচ্চাদের পাজামা ৩০ টাকা আর ফুলহাতা গেঞ্জি ১০০ টাকা করে পাওয়া যাচ্ছে।  মেয়েদের জিন্স পেন্টের দাম ১৫০ টাকা।  এছাড়া শীতের চাদর বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে।  কয়েকজন ক্রেতার সাথে কথা বলে জানা গেলো, শীতকালে বাচ্চাদের পোশাক বেশি লাগে, শপিংমল ও দোকানের তুলনায়  ফুটপাথে বিক্রিত পোশাকের দাম কম; এজন্যই এখানে আসা।


সি/

 

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়