• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

গরমে অল্পেই নষ্ট হয় মাছ, টাটকা মাছ চিনবেন যেভাবে

আরটিভি নিউজ

  ২০ মে ২০২২, ১০:২৬
গরমে অল্পেই নষ্ট হয় মাছ, টাটকা মাছ চিনবেন যেভাবে
ছবি : সংগৃহীত

গরমের দিনে মাছ খুব দ্রুত নষ্ট হয়ে যায়। ভোজনরসিক বাঙালির মাছ ছাড়া চলেই না। বাড়িতে কোনও অনুষ্ঠান কিংবা প্রতিদিনের খাওয়াদাওয়া, মাছ না থাকলে খাবার ঠিক জমে না!

নিয়মিত রুই-কাতলা থাকলেও, বিশেষ দিনে পাতে পড়ে ভেটকি, পমফ্রেট, ইলিশ কিংবা চিংড়ি চাই-ই-চাই। কিন্তু বাজারে গিয়ে বাসি মাছ কিনে আনছেন না তো? কী করে বুঝবেন মাছটি তাজা কি না? তাই রইল তাজা মাছ চেনার কিছু সহজ উপায়।

  • মাছের গায়ে কি চড়া আঁশটে গন্ধ রয়েছে? তা হলে কিন্তু ধরে নিতে হবে মাছটি বাসি। টাটকা দেখানোর জন্য রাসায়নিক ব্যবহার করা হয়েছে। মাছ টাটকা হলে তাতে হালকা পানির গন্ধ থাকবে। কিন্তু সেই গন্ধ কখনও খুব চড়া হবে না।
  • মাছ বাসি হলে সবার আগে বোঝা যায় তার চোখ দেখে। মাছ তাজা হলে চোখ উজ্জ্বল, চকচকে দেখায়। বাসি মাছের চোখ ঘোলাটে দেখায়।

2

  • মাছ তাজা কি না তা বোঝার সেরা উপায় হল তার কানকো দেখে। তাজা মাছের কানকোর রং টকটকে লাল হয়। মাছ কেনার সময়ে তা পরখ করে নিতে ভুলবেন না। মাছের কানকোর রং যদি ইঁটের মতো একটু কালচে লাল দেখেন, তা হলেই বুঝবেন সেই মাছ বাসি।
  • মাছ টাটকা হলে তার চমড়া চকচকে ও উজ্জ্বল হবে। কিন্তু মাছ যদি বাসি হয়, তা হলে তার ত্বক থেকে এই চকচকে ভাবটা উধাও হয়ে যায়, ফ্যাকাশে দেখায়।
  • মাছ টাটকা কি না তা আঁশ দেখেও বোঝা সম্ভব। মাছ থেকে আঁশ বার করা সহজ হয় না। আঁশ যদি আলগা থাকে, তা হলে বুঝবেন মাছটি বাসি।

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র তাপদাহে বেঁকে গেল রেললাইন
গরমে ট্রেনের হাইড্রোলিক ব্রেকে আগুন, আহত ১০
মাছ কেটে জীবন চলে তাদের
গরমে প্রশান্তি দেবে তেঁতুল গুড়ের শরবত
X
Fresh