• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়লে করণীয়

আরটিভি নিউজ

  ০৯ মে ২০২২, ১৮:৫৪

দাঁতের গোড়া বা মাড়ি থেকে রক্তপাত হওয়া খুবই স্বাভাবিক একটি রোগ। দাঁতের গোড়া দিয়ে কারও কারও থেমে থেমে রক্ত যায়। দাঁতের প্রাথমিক সমস্যার মধ্যে এটি একটি। আমরা যে খাবারগুলো খাই সেখান থেকে খাদ্যকণা দাঁতের গোড়ায় জমে যায়, সেখানে পাথর হয়।

ডেন্টাল ফ্লস ব্যবহার করলে এবং মাউথওয়াশ ব্যবহার করলেই পাথর জন্ম নিতে পারে না। আর না করার কারণে এখানে ব্যাকটেরিয়া জন্ম নেয়, ইনফ্লামেশন হয়। রক্ত প্রবাহের মাত্রা বাড়িয়ে দেয় ক্ষত স্থানে। মাড়ি থেকে ধীরে ধীরে রক্ত বের হতে থাকে। তখন ব্রাশ করলেও রক্ত পড়ে।

অনেক ক্ষেত্রে আমরা ভুল করে জোরে জোরে দাঁত ব্রাশ করি। তখন ব্রাশের ঘষা খেয়েও রক্ত পড়ে।

মূলত খাদ্যকণা জমে যাওয়ার ফলে পাথর জমে, যেটাকে ডাক্তারের ভাষায় ক্যালকুলাস বলা হয়। এটাকে যদি আমরাই স্কেলিং করি, পরিষ্কার করি; তাহলেই সমস্যার সমাধান মিলবে। ছয় মাস পরপর স্কেলিং করা দরকার। আর বছরে অন্তত একবার ডেন্টাল সার্জনের পরামর্শ নিতে হবে।

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকার রক্তের হোলি খেলায় মেতেছে : ফখরুল
শিল্পী সমিতিতে হেলেনা জাহাঙ্গীর, ভীষণ বিরক্ত সোহানা সাবা
বিএনপি-জামায়াতের বিষদাঁত ভেঙে দেবো : নাছিম
যে অভ্যাসে নিয়ন্ত্রণে থাকবে উচ্চ রক্তচাপ
X
Fresh