লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৩:২০
উজ্জ্বল হওয়ার ক্রিম ব্যবহার করে কী বিপদ ডেকে আনছেন?

অনেক মানুষ রয়েছেন যারা ত্বক উজ্জ্বল করার জন্য বাজারে পাওয়া বিভিন্ন ফেয়ারনেস ক্রিম ব্যবহার করেন। তাদের বিশ্বাস ফেয়ারনেস ক্রিম ব্যবহারের ফলে ত্বক অনেক উজ্জ্বল হয়। বিপরীতে এমনটা না হয়ে বিভিন্ন ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। কেননা, ফেয়ারনেস ক্রিমে স্টেরয়েড নামক উপাদান থাকে। যা কিনা শরীরের জন্য খুবই ক্ষতিকর। অনেক সময় শারীরিক সমস্যা হওয়ারও সম্ভাবনা থাকে।
বাজারে আজকাল সচরাচর বিভিন্ন ফেয়ারনেস ক্রিম পাওয়া যায়। প্রতিদিনই অসংখ্য মানুষ শুধু উজ্জ্বল হওয়ার আশায় ফেয়ারনেস ক্রিম কিনে থাকেন। সাময়িক সময়ের জন্য ফলাফল পেলেও এর ভয়ঙ্কর ক্ষতিকর দিক রয়েছে।
ত্বক লাল বর্ণ হয়ে যেতে পারে। অনেকের ক্ষেত্রে স্থায়ীভাবে পাতলা হয়ে যায় ত্বক। এ সময় ত্বকের রক্ত নালীগুলোও স্পষ্ট দেখা যায়। কারো কারো ক্ষেত্রে হাইপো-পিগমেন্টেশন, অবাঞ্ছিত লোমের মতোও বিভিন্ন সমস্যার লক্ষণ দেখা যায়।
বিশেষজ্ঞরা বলছেন, অনেক ফেয়ারনেস ক্রিমেই ক্ষতিকর স্টেরয়েড নামক উপাদান থাকে। এটি ত্বকের ক্ষতি করে। এসব ক্রিম ব্যবহারে মুখে পোড়া দাগ উঠে। কেউ কেউ আবার অসহ্য জ্বালায় অস্থিরও হয়ে পড়ে। এছাড়াও বিশেষজ্ঞরা বলছেন এসব ক্রিম ব্যবহারে অনেক মেয়েদেরই হরমোনের সমস্যা হয়ে হঠাৎ করেই দাড়ি-গোঁফ গজিয়ে উঠে।
বিশেষজ্ঞরা আরও বলছেন, অতিরিক্ত ক্রিম ব্যবহারে ত্বকের ক্যানসার হয়ে থাকে। ক্যানসার তৈরির জন্য ফেয়ারনেস ক্রিমে যথেষ্ট উপাদান রয়েছে।
সূত্র : মেডি লাইফ ও টাইমস অব ইন্ডিয়া
এসআর/