• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ভিন্ন স্বাদে পটল

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ মার্চ ২০১৭, ১৬:১৪

অনেক তো হলো পটলের ভাজি, তরকারি ও সবজি খাওয়া। এবার স্বাদ বদলাতে পটল রান্নায় নিয়ে আসতে পারেন কিছুটা ভিন্নতা।

ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন পটল দিয়ে কিছু ভিন্ন স্বাদের রেসিপি।

তাহলে আর দেরি কেনো, জেনে নিন ভিন্ন স্বাদের পটল সসেজ রোল ও মুগ পটল রেসিপি।

পটল সসেজ রোল

উপকরণ : পটল ৪ টি, সসেজ ৪ টি, ডিম অর্ধেক, গোলমরিচ আধা চামচ, সয়া সস ১ টেবিল চামচ, লবণ স্বাদ মতো, ক্র্যাম প্রয়োজন মতো, তেল প্রয়োজন মতো।

প্রণালি : পটল সামান্য ভাঁপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রিং-এর মতো করে কেটে রাখুন। সসেজ রোলের মতো পেঁচিয়ে লবণ, সয়া সস, গোলমরিচ মিশিয়ে ১০ মিনিট রেখে দিন। ডিমের মধ্যে ডুবিয়ে ক্র্যাম লাগিয়ে নরমাল ফ্রিজে ২০ মিনিট রেখে তেলে ভেজে সসের সঙ্গে পরিবেশন করুন।

মুগ পটল

উপকরণ : পটল ১০ টি, মুগের ডাল ভাজা ১ কাপ, লবণ স্বাদ মতো, শুকনা মরিচ আস্ত ৪ টি, তেজপাতা ১ টি, আদা বাটা ১ চা চামচ, নারকেল কোরা ২ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ।

প্রণালি : পটল ছিলে গোল করে কেটে নিন। ডাল ধুয়ে লবণ, হলুদ দিয়ে সিদ্ধ করুন। আধা সিদ্ধ হলে পটল দিয়ে আবার সিদ্ধ করুন। মাখা মাখা হলে কড়াইতে তেল গরম করে মরিচ, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে ঘি দিন। এরপর আদা বাটা ও নারকেল দিয়ে ভাজুন। ডাল গলে এলে ঢেলে দিন। গরম গরম পরিবেশন করুন।

আরকে/এফএস

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
X
Fresh