• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

সাবান-শ্যাম্পু ছাড়াই দূর করুন চা-কফির দাগ

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ অক্টোবর ২০২০, ০৯:০৯
Tea-coffee stains on the shirt
শার্টে চা-কফির দাগ

প্রিয় কোনো পোশাকে দাগ লাগলে কার না মন খারাপ হয়। দাগ থেকে মুক্তি পেতে সব সময় সাবান-শ্যাম্পু কিংবা ডিটারজেন্ট ব্যবহারের উপায় থাকে না। কখনও কখনও দাগে পোশাক একেবারেই নষ্ট হয়, পোশাকটা পরার মতো অবস্থা থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে চা কিংবা কফির দাগের ক্ষেত্রে এমনটা হয়।

তবে চা কিংবা কফির দাগ থেকে সহজে মুক্তি পেতে পারেন। তাও আবার ঘরোয়া উপায়ে।

যা করবেন-

  • টুথপেস্ট চা কিংবা কফির দাগ দূর করতে সিদ্ধহস্ত। দাগের জায়গায় প্রায় ১৫ মিনিট টুথপেস্ট লাগিয়ে রাখুন। তারপর ধুয়ে ফেলুন। দাগ উঠে যাবে।
  • দাগের শত্রু ভিনিগার। একটি পাত্রে কয়েক কাপ পানি নিন। তাতে ১ চা চামচ ভিনিগার দিন। ভালো করে মিশিয়ে নিন। তারপর যেখানে দাগ লেগেছে সেখানে হালকা হালকা স্প্রে করুন। কিছুক্ষণের মধ্যেই দাগ গায়েব হবে।
  • ডিম অর্ধেক সিদ্ধ করে করে তার সাদা অংশ দাগের জায়গায় লাগিয়ে আলতো করে ঘষতে থাকুন। মিনিট দু’য়েক রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ব্যস! কেল্লাফতে।
  • পোশাকে চা কিংবা কফির দাগ যেখানে লেগে থাকবে সেখানে এক চামচ বেকিং সোডা দিয়ে ঘষতে থাকুন। তারপর কিছুক্ষণ রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনার পোশাক একদম পরিষ্কার।

সূত্র- সংবাদ প্রতিদিন

জিএ

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
X
Fresh