smc
logo
  • ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০, ৫ কার্তিক ১৪২৭

আপনার বাবু ঘুমের মধ্যে বিছানা ভেজায়? যা করবেন

  লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

|  ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫৩ | আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৫:১০
Baby sleeping scene
শিশুর ঘুমের দৃশ্য
ছোট বাচ্চাদের সাধারণ একটা সমস্যা ঘুমের মধ্যে বিছানা ভেজানো। এজন্য হয়তো ছোট বেলায় সন্তানকে ন্যাপি পরিয়ে শোওয়াতে পারেন। কিন্তু একটা বয়সের পর ডায়াপারের অভ্যাস ত্যাগ করা জরুরি। কিন্তু বাচ্চা যদি মাঝেমধ্যে বিছানা ভেজাতে থাকে, তাহলে সেটা সমস্যার বিষয়। তবে এটা নিয়ে বাচ্চাকে একদম বকাবকি করবেন না। মনে রাখবেন, বিছানা ভিজিয়ে ফেলায় সেও কিন্তু লজ্জায় পড়েছে।

বাচ্চা কেন ঘুমের ঘোরে বিছানা ভিজিয়ে ফেলে, তার একাধিক কারণ থাকতে পারে- 

পরিবারের কারও বিছানা ভেজানোর সমস্যা থাকতে পারে, এটা বংশগত সমস্যা হতে পারে।

অনেক সময় দেখা যায় টয়লেটে যাওয়া প্রয়োজন বুঝতে পেরেও বাচ্চার ঘুম ভাঙতে চায় না। হতে পারে শারীরিক বা মানসিক স্ট্রেসের কারণে এমন হচ্ছে।

আপনার বাচ্চার ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন আছে কিনা সে বিষয়ে ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করিয়ে নিতে পারেন।

হরমোনের ভারসাম্যহীনতা, মেরুদণ্ডের সমস্যার কারণেও ঘুমের ঘোরে বিছানা ভিজিয়ে ফেলতে পারে।

তবে সব চেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়ে খেয়াল করবেন তা হলো- বিছানায় শুতে যাওয়ার আগে অবশ্যই টয়লেট করিয়ে আনবেন। অনেক সময় বাচ্চাদের প্রসব করার কথা মনে থাকে না। ঘুমালে তখন প্রসবের বেগ দেখা দেয়, বাচ্চারা স্বপ্ন দেখে টয়লেটে প্রসব করছে কিন্তু সকালে জেগে বোঝে বিছানায় প্রসব করেছে। এক্ষেত্রে ঘুমাতে যাওয়ার আগে জিজ্ঞেস করতে পারেন, বাবু হিসু করেছ? এভাবে প্রতিদিনের জিজ্ঞাসা হয়তো আপনার বাবুকে বিছানা ভেজানো অভ্যাস থেকে দূরে রাখবে।

সূত্র- এই সময় 

আরও পড়ুন: ভাগ্যবান মানুষের বোন থাকে: গবেষণা

জিএ

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৯০২০৬ ৩০৫৫৯৯ ৫৬৮১
বিশ্ব ৪,০৩,৮২,৮৬২ ৩,০১,৬৯,০৫২ ১১,১৯,৭৪৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • লাইফস্টাইল এর সর্বশেষ
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়