• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ট্রায়ালে ইরানের টিকার কার্যকারিতা ৯০ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৪৬
ট্রায়ালে ইরানের টিকার কার্যকারিতা ৯০ শতাংশ

করোনাভাইরাস রোধে ইরানের টিকা ৯০ শতাংশ কার্যকরিতা রয়েছে বলে দাবি করছেন ইরানের সংশ্লিষ্ট কর্মকর্তারা। সরকারি বার্তা সংস্থা আইআরএনএ’র বরাত দিয়ে আলজাজিরা খবর প্রকাশ করেছে।
ইরানের বানানো টিকা ‘কোভিরান বারেকাত’-এর ক্লিনিক্যাল ট্রায়ালের প্রধান মোহাম্মদ রেজা সালেহি বলেন, যেসব মানুষ এই করোনা টিকা নিয়েছেন তাদের সাফল্যে ভিত্তিতে এটি প্রমাণিত হয়েছে।

তিনি জানান, ট্রায়ালের সময় অংশ নেওয়া ৯০ শতাংশ মানবদেহে প্রাথমিক ফলাফল পাওয়া গেছে, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম। তবে আরও নিখুঁত ফলাফল পেতে বেশি পরীক্ষা চালানো দরকার।
যুক্তরাজ্য থেকে সংক্রমিত করোনার নতুন স্ট্রেইন বা ধরন প্রতিরোধে এ টিকা শতভাগ কার্যকরী বলে এর আগে ইরানি কর্মকর্তারা দাবি করেছিলেন।

করোনার তিনটি ঢেউতে এরইমধ্যে ইরানে ৬০ হাজারের বেশি মানুষ মারা গেছে। বর্তমানে দেশটির সরকার চতুর্থ ঢেউর আঘাত আসার আশঙ্কা করছে।

এফএ

মন্তব্য করুন

daraz
  • মধ্যপ্রাচ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে 
কেন ইরানের ইস্পাহানকেই টার্গেট করল ইসরায়েল 
ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার, ৩ শহরে ফ্লাইট বন্ধ
‘হাত ট্রিগারেই আছে’, ইসরাইলকে ইরানের সতর্কবার্তা
X
Fresh