• ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
logo

রাখাইনে যুদ্ধাপরাধ করছে মিয়ানমার সেনাবহিনী: জাতিসংঘের বিশেষ দূত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ মে ২০২০, ১১:৩১
মিয়ানমার রাখাইনে যুদ্ধাপরাধ শুরু করেছে জাতিসংঘের বিশেষ দূত
ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বিশেষ ক্ষমতা দিয়ে সেনাবাহিনীকে মাঠে নামিয়েছে মিয়ানমার। তারা জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধে’ মেতেছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন'কে ইয়াংহি লি বলেন, পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সঙ্গে সংঘর্ষে জড়িয়ে মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন বৌদ্ধ সম্প্রদায়ের ওপর নির্যাতন চালাচ্ছে।

তিনি বলেন, সেনাবাহিনী সেখানে শত শত বাড়ি-ঘর পুড়িয়ে দিচ্ছে, বৌদ্ধমঠগুলোতেও হামলা করছে। অনেক মানুষকে গ্রেপ্তার এবং নির্যাতন করা হয়েছে। শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে এমন অনেক মৃতদেহ আমরা দেখতে পেয়েছি। এরা সবাই রাখাইনের বাসিন্দা।

করোনাভাইরাস মোকাবিলায় মার্চ গঠন করা হয় প্রতিরোধ কমিটি। ওই কমিটিতে রাখা হয়েছে গুরুত্বপূর্ণ কয়েকজন সামরিক কর্মকর্তা ও সেনা সমর্থনপুষ্ট মন্ত্রীকে। তারা সংক্রমণ রোধের নামে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ওপর নির্যাতন শুরু করেছে। গত কয়েক মাস ধরে সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে নিয়মিত দ্বিমুখী সংঘর্ষ চলছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদেও থামেনি বিস্ফোরণ, কাঁপল টেকনাফ-সেন্ট মার্টিন সীমান্ত
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
X
Fresh