logo
  • ঢাকা মঙ্গলবার, ২৬ মে ২০২০, ১২ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ২১, আক্রান্ত ১৯৭৫ জন, আর সুস্থ হয়েছেন ৪৩৩ জন: স্বাস্থ্য অধিদপ্তর

করোনা পারেনি ভালোবাসা থামাতে

আরটিভি অনলাইন
|  ৩১ মার্চ ২০২০, ২২:৩৮
করোনা পারেনি ভালোবাসা থামাতে
ছবি: সংগৃহীত
জীবন প্রায় থমকে গেছে করোনাভাইরাসের আতঙ্কে৷ তবে জার্মানির কারস্টেন আর ডেনমার্কের ইঙ্গার ভালোবাসায় বাধা হতে পারেনি৷ সীমান্ত বন্ধ৷ তবু এপার-ওপার থেকে চলছে ভালোবাসাবাসি৷

বছর আগে তাদের পরিচয়৷ পরিচয় থেকে প্রেম৷ দুজনেরই বয়স ৮০ ছাড়িয়েছে৷ ইঙ্গা রাসমুসেনের ৮৫ আর তার 'বয়ফ্রেন্ড' কার্স্টেন ট্যুশেন হানসেনের ৮৯৷ গত বছরের ১৩ মার্চ থেকে গত ১৪ মার্চ পর্যন্ত এই বয়সেও প্রতিদিন তারা কিছু -না-কিছু সময় একসঙ্গে কাটিয়েছেন৷ দেখা হলে একজন আরেকজনকে জড়িয়ে ধরেছেন, চুমু খেয়েছেন৷

কিন্তু করোনা ভাইরাসের কারণে গত ১৪ মার্চ জার্মানি সংলগ্ন সীমান্ত বন্ধ করে দেয় ডেনমার্ক৷ জার্মানিও একই সিদ্ধান্ত নেয় দুদিন পর৷

তাই বলে ইঙ্গা আর কারস্টেনের প্রেমে ভাটা পড়েনি৷ অভেন্টঅফটে এখনো প্রতিদিন দেখা হয় দুজনের৷ জার্মানির নর্ডফ্রিজলান্ড অঞ্চলের জ্যুডারফ্যুগুম শহর থেকে ই-বাইক চালিয়ে সেখানে চলে যান কারস্টেন৷ ইঙ্গা চলে আসেন ডেনমার্কের গালেহুস শহর থেকে গাড়ি চালিয়ে৷ জড়িয়ে ধরা, চুমু খাওয়া, নিদেনপক্ষে একটু হাত মেলানো- কিছুই সম্ভব হয় না করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার ভয়ে৷ তাতে কী! দেখা হয়, সীমান্তের দুপাশে চেয়ার নিয়ে দুজন বসতে পারেন, একটু গল্প করতে পারেন, দুপুরের খাবার বা কফি খেতে পারেন এবং সবশেষে গিলে ক্যোম-এর গ্লাস তুলে ধরে দুজন দুজনকে বলতে পারেন, ‘চিয়ার্স টু লাভ!'

ইঙ্গা আর কারস্টেন এইটুকুতেই খুশি৷ প্রিয় মানুষটির সঙ্গে একটু দেখা তো হচ্ছে, কথা তো হচ্ছে!

সূত্র: ডয়চে ভেলে

এসএস

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৩৬১০ ৬৯০১ ৪৮০
বিশ্ব ৫৪৯৮৫৮০ ২৩০২০০৪ ৩৪৬৬৮৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • আন্তর্জাতিক এর সর্বশেষ
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়