• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানের বেলুচিস্তানে জঙ্গি হামলায় পাঁচ নিরাপত্তাকর্মী নিহত  

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৮
পাকিস্তানের বেলুচিস্তানে জঙ্গি হামলায় পাঁচ নিরাপত্তাকর্মী নিহত  
ফাইল ছবি

পাকিস্তানে একটি তল্লাশি চৌকিতে পাঁচ নিরাপত্তাকর্মীকে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। এ হামলায় আরও তিন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। এ সময় পুলিশ ও জঙ্গিদের মধ্যে গোলাগুলিতে ৩ জঙ্গি নিহত হয়।

আজ বৃহস্পতিবার বেলুচিস্তান প্রদেশের তুরবাত এলাকায় এ ঘটনা ঘটে। এ খবর জানিয়েছে পাক গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

এ ঘটনার একদিন আগে কুলাচি তেসিল এলাকায় পুলিশ যানবহনের কাছে বোমা বিস্ফোরণের ঘটনায় এক পুলিশ নিহত ও দুইজন আহত হন।

জেলা পুলিশ কর্মকর্তা ওয়াহিদ মাহমুদ জানিয়েছেন, পুলিশ বহনকারী ওই যানবানটি পোলিও কর্মীদের নিরাপত্তার দায়িত্বে ছিল।

ওই পুলিশ কর্মকর্তা জানান, বিস্ফোরণের ঘটনায় হেড কনস্টেবল বিয়াজ নিহত ও অপর হেড কনস্টেবল শাকিল এবং গাড়িটির চালক আতাউল্লাহ আহত হন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে সুপ্রিম কোর্টের নির্দেশ
ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ
ফেসবুকে পোস্ট, গাড়ি-বাড়ির মালিক হলেন বৃদ্ধ রিকশাচালক
কারস্টেনের অধীনে বিধ্বংসী হয়ে উঠবে পাকিস্তান, বিশ্বাস ডি ভিলিয়ার্সের
X
Fresh