• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ইরানে খামেনেয়ির পদত্যাগ দাবি বিক্ষোভকারীদের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ জানুয়ারি ২০২০, ২২:৩৩
আয়াতুল্লাহ আলী খামেনেয়ি, ইরান
যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স

ইরানি বিক্ষোভাকারীদের একটি দল দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ির পদত্যাগের দাবি জানিয়েছে। খবর যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় গণমাধ্যম রয়টার্সের।

তেহরান শনিবার ইরানি সামরিক বাহিনী ভুলক্রমে ইউক্রেনের একটি বিমান ভূপাতিত করার কথা স্বীকার করে। এরপর তারা দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার পদত্যাগের দাবি জানায়।

টুইটারে পোস্ট হওয়া একাধিক ভিডিওতে তেহরানের আমির খাবির বিশ্ববিদ্যালয়ের সামনে কয়েকশ মানুষকে ‘কমান্ডার-ইন-চিফ (খামেনেয়ি) পদত্যাগ করুন, পদত্যাগ করুন’ বলতে দেখা যায়। তবে এসব ভিডিওর যথার্থতা যাচাই করতে পারেনি বলে উল্লেখ করেছে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থাটি।

গত ৩ জানুয়ারি ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসসহ বেশ কয়েকজন নিহত হন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হামলা চালানো হয়। অন্যদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি বলেন, যুক্তরাষ্ট্রের জন্য কঠোর প্রতিশোধ অপেক্ষা করছে।

এর জবাবে ৮ জানুয়ারি দুটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৮০ জন নিহত এবং ২০০ জন আহত হন বলে জানায় ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন। এদিন ইরানে ইউক্রেনের বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে থাকা ১৭৬ জনের প্রত্যেকেই মারা যান।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, যা বলল ইসরায়েল
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, সর্বশেষ যা জানা গেল
৩০ ছাত্রকে যৌন নিপীড়ন, যুক্তরাষ্ট্রের তথ্যে শিক্ষক গ্রেপ্তার
রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি
X
Fresh