logo
  • ঢাকা শনিবার, ১৬ জানুয়ারি ২০২১, ২ মাঘ ১৪২৭

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ ডিসেম্বর ২০১৯, ১৪:৩৬
আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১৪:৫৭

ভারতের অর্থনীতি মন্দার মুখে: এডিবি

ভারত, এডিবি
ভারতের গণমাধ্যম ওয়ানইন্ডিয়া
ভারতের অর্থনীতি মন্দার মুখে দাঁড়িয়ে আছে বলে জানিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ওয়ানইন্ডিয়া।

এডিবি জানায়, আগামী অর্থবছরে দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি পাঁচ দশমিক এক শতাংশের আশেপাশে থাকবে।

তবে বেশকিছু সহায়ক নীতিমালা গ্রহণ করলে এই অর্থবছরের মধ্যেই জিডিপির প্রবৃদ্ধি ছয় দশমিক পাঁচ শতাংশে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন এডিবির অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

বর্তমানে ভারতের জিডিপি প্রবৃদ্ধির পরিমাণ পাঁচ শতাংশের নিচে ঘোরাফেরা করছে। গত কয়েক মাস ধরেই দেশটির জিডিপি নিম্নমুখী হওয়ায় উদ্বিগ্ন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

এডিবির মতে, ভারতে কর্মসংস্থান ও গ্রামীণ পণ্যের চাহিদা কমে যাওয়ায় এবং নন-ব্যাংকিং সেক্টরে সংকট ও উত্থানপতন এই অবস্থার জন্য দায়ী।

পাশাপাশি বেকারত্ব বৃদ্ধি, চাষিদের ফসলের ন্যায্য দাম না পাওয়াসহ বেশকিছু কারণ ভারতের জিডিপির প্রবৃদ্ধি বাড়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলে মনে করে এডিবি।

আরো পড়ুন

কে/সি

RTV Drama
RTVPLUS