• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রীর পদত্যাগের কথা জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ অক্টোবর ২০১৯, ১৫:০৪
যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প
ছবি: যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনবিসি

যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী রিক পেরি চলতি বছরের শেষে পদত্যাগ করবেন বলে জানালেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্সের।

ট্রাম্প বৃহস্পতিবার টেক্সাসে এক অনুষ্ঠানে জানান, পেরির পদত্যাগের বিষয়টি তিনি কয়েক মাস আগে থেকেই জানতেন।

তিনি বলেন, রিক ও আমি ছয় মাস ধরে বিষয়টি নিয়ে কথা বলেছি। সত্যি বলতে, আমি ভেবেছিলাম তিনি আরও আগেই পদত্যাগ করবেন।

তিনি আরও বলেন, পেরি কিছু বড় ধরনের পরিকল্পনা পেয়েছেন। তিনি আরও সফল হবেন। তার যোগ্য উত্তরসূরি আছে আমাদের। দ্রুতই তার নাম ঘোষণা করব আমরা।

ট্রাম্পকে লেখা পদত্যাগপত্রে পেরি বলেন, আপনার (ট্রাম্প) প্রশাসনের অধীনে আমাদের দেশের জন্য কাজ করতে পারা অসাধারণ সম্মানের একটি বিষয়।
---------------------------------------------------------------
আরো পড়ুন: বাংলাদেশে ‘গুড উইল ভিজিটে’ আসছেন নিউ ইয়র্কের ৫ সিনেটর
---------------------------------------------------------------

এই মাসের শুরুতে এক গণমাধ্যমের খবরে বলা হয়, আগামী নভেম্বরে পদত্যাগের ঘোষণা দিতে পারেন জ্বালানিমন্ত্রী। কিন্তু এই খবরের দাবি প্রত্যাখ্যান করে তিনি বলেন, পদত্যাগের কোনও পরিকল্পনা নেই তার।

পেরি টেক্সাসের সবচেয়ে বেশিদিন দায়িত্ব পালনকারী গভর্নর। এই ৬৯ বছর বয়সী রাজনীতিক ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী হতে ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়ান।

মন্ত্রণালয়টির উপমন্ত্রী ড্যান ব্রাউয়িলেট পেরির স্থলাভিষিক্ত হবেন বলে মনে করা হচ্ছে। তিনি সাম্প্রতিক মাসগুলোতে বেশ কিছু আন্তর্জাতিক জ্বালানি বিষয়ক বৈঠকে যোগদান করেন।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলার কারণ খোলাসা করলেন পাপন
গাজা ইস্যুতে পদত্যাগ করলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা
যুক্তরাষ্ট্র ও চীনের উচিত অংশীদার হওয়া, শত্রু নয়: শি জিনপিং
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
X
Fresh