• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ধর্ষক জামিন পাবে কিনা ঠিক করবেন ধর্ষিতা : দিল্লি হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩২
ভারত, দিল্লি
ছবি: ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া

ভারতের দিল্লিতে ধর্ষণে অভিযুক্তের জামিনের আবেদনের শুনানিতে বক্তব্য রাখতে পারবেন ধর্ষিতা। এক্ষেত্রে ধর্ষিতার বক্তব্য গুরুত্ব দিয়ে বিচার করতে হবে বলে জানিয়েছেন দিল্লি হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর ২০১৯) প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা জানায় ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডিএন প্যাটেল নিম্ন আদালত ও হাইকোর্টের বিচারপতিদেরকে এই নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ মেনে চলা তাদের জন্য বাধ্যতামূলক বলে জানিয়েছেন তিনি।

ডিএন প্যাটেল জানান, ধর্ষণে অভিযুক্তের জামিনের শুনানিতে ধর্ষিতার উপস্থিতি বিচারপতিকেই নিশ্চিত করতে হবে। ধর্ষিতার বয়স ১৬ ও ১২ বছরের কম হলে এই নির্দেশ বিশেষভাবে কার্যকর করতে হবে।

তিনি জানান, ধর্ষকের জামিনের আবেদনের স্ট্যাটাস রিপোর্টের সঙ্গে এ সংক্রান্ত একটি ফর্ম পূরণ করে অ্যাটাচ করে দিতে হবে তদন্তকারী পুলিশ কর্মকর্তাকে।

দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, ধর্ষণে অভিযুক্ত জামিনের আবেদন করলে ধর্ষিতাকে জানাতে বাধ্য থাকবে পুলিশ।

তিনি বলেন, অনেক সময় জামিনে মুক্তি পেয়ে ধর্ষিতাকে হুমকি এমনকি ফের ধর্ষণের ঘটনাও ঘটে। এই ধরনের জঘন্য অপরাধ ঠেকাতেই নির্দেশ দেয়া হলো।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
'ভারত-চীনকে যুক্ত করতে পারলেই রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব'
চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ এমপি আনার
‘গ্লোবাল ডিসরাপ্টর্স’ তালিকায় প্রথম ভারতীয় হিসেবে দীপিকার নাম
মোদি বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে ভোট করার চেষ্টা করছেন: কেজরিওয়াল
X
Fresh