• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ব্রেক্সিট ইস্যুতে ব্রিটিশ মন্ত্রী আম্বার রাডের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫২
আম্বার রাড, পদত্যাগ, বরিস জনসন, ব্রেক্সিট
ছবি: সংগৃহীত

ব্রেক্সিট ইস্যুতে মন্ত্রিত্ব ও কনজারভেটিভ পার্টি হুইপের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ব্রিটেনের কর্ম ও ভাতা বিষয়ক মন্ত্রী আম্বার রাড। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কোনও ‘আনুষ্ঠানিক আলোচনা’ হচ্ছে না; বরং ‘কথাবার্তা’ হচ্ছে।

সরকারের সময় প্রায় ৯০ শতাংশ সময় একটি ‘নিম্নমানের’ নো-ডিল অপশন নিয়ে ব্যয় করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন আম্বার।

তবে আম্বারের পদত্যাগের ‘দুঃখ’ পেয়েছেন বলে জানিয়েছেন ব্রিটিশ অর্থমন্ত্রী সাজিদ জাভিদ। অর্থমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তার সরকার জোর প্রচেষ্টা চালাচ্ছে না- এমন কথার সঙ্গে তিনি একমত নন।

এদিকে পরিবেশ মন্ত্রী থেরেসে কফিকে কর্ম ও ভাতা বিষয়ক মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব দেয়া হয়েছে।

আম্বারের পদত্যাগের পর ১০ নং ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেছেন, মন্ত্রিসভায় যোগ দেয়া সবাই ৩১ অক্টোবর ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছিলেন।

এমন এক সময় আম্বার রাড পদত্যাগ করলেন যখন ব্রেক্সিটের সময়সীমা বাড়ানোর ব্যাপারে ব্রিটিশ এমপিরা নতুন একটি বিল পাস করেছেন। ওই বিল অনুযায়ী, আগামী ১৯ অক্টোবরের ভেতর ব্রেক্সিট চুক্তির বিষয়ে পার্লামেন্টের সম্মতি পেতে হবে বরিস জনসনকে। যদিও বরিস জনসন শুরু থেকেই যেকোনো মূল্যে ৩১ অক্টোবর নির্ধারিত সময়ে ব্রেক্সিট কার্যকরের ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ স্বতন্ত্র সব পরিচালকের পদত্যাগ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফের পদত্যাগ
চাল-মোবাইল ব্যবসায়ীদের নিয়ে কমিটি, ছাত্রলীগ নেতার পদত্যাগ!
X
Fresh