• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

কাশ্মীরকে আর দাবিয়ে রাখতে পারবে না ভারত: পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ আগস্ট ২০১৯, ২০:০৯
কাশ্মীর, পাকিস্তান
ছবি: পাকিস্তানের গণমাধ্যম ডন

ভারত অধিকৃত কাশ্মীরের (আইওকে) বিষয়ে ভারতীয় কেন্দ্রীয় সরকারের নেয়া অবৈধ পদক্ষেপগুলোর বিরুদ্ধে সম্ভাব্য সব পদক্ষেপ নেবে বলে জানিয়েছে পাকিস্তান।

সোমবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম ডন।

এতে বলা হয়, আইওকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিতর্কিত অঞ্চল হিসেবে সন্নিবেশিত। তাই ভারত এটিকে নিজের ভূখণ্ডে পরিণত করতে পারে না।

পাকিস্তানের ডননিউজটিভির সঙ্গে কথা বলার সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেন, ভারত কাশ্মীরকে আর দাবিয়ে রাখতে পারবে না। সময় বলে দেবে কী ভয়ঙ্কর খেলা শুরু করলো ভারত।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : লিবিয়ায় বিমান হামলায় নিহত ৪৩ আহত ৫১
---------------------------------------------------------------------

কুরেশি বলেন, যদি বিজেপি সরকার মনে করতো তাদের নীতিগুলো কার্যকর, তবে তারা রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে গভর্নরের শাসন আরোপ করতো না।

তিনি বলেন, যদি তারা আইওকে এবং লাদাখকে নিজেদের ভূখণ্ডে পরিণত করতে চায়, তবে তাদের চাওয়া কখনও পূরণ হবে না।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজ ভারত আরও একবার কাশ্মীর ইস্যুটিকে পুনর্জীবিত এবং আন্তর্জাতিক ইস্যুতে পরিণত করলো। এতে সমস্যা বাড়বে ছাড়া কমবে না।

আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারতের এই পদক্ষেপের প্রতি নিন্দা জানানো প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে আইওকের বিশেষ মর্যাদা বাতিলের পর সেখানে আট হাজার সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) পাঠিয়েছে ভারত। দেশটির সেনাবাহিনী ও বিমানবাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যোগগুরু রামদেবকে ভারতীয় সুপ্রিম কোর্টের তলব
‘ভারতের আইনশৃঙ্খলার দায়িত্ব এখন নির্বাচন কমিশনের হাতে’
৮ দিনেও দস্যুদের সঙ্গে যোগাযোগ করা যায়নি
পাকিস্তানে মুদ্রাস্ফীতি বাড়ছে
X
Fresh