• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

ভারতীয়দের হজের কোটা বাড়িয়েছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ জুন ২০১৯, ০৩:১৮
নরেন্দ্র মোদি এবং মোহাম্মদ বিন সালমান - rtvonline
ছবি: সংগৃহীত

ভারতীয়দের হজের কোটা বাড়িয়েছেন সৌদি আরবের ক্ষমতাসীন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তার সিদ্ধান্ত অনুযায়ী, এখন বাড়তি আরও ৩০ হাজার ভারতীয় নাগরিক হজের সুযোগ পাবেন। ফলে সব মিলিয়ে দেশটি থেকে প্রতি বছর ২ লাখ মানুষ হজ পালনে যেতে পারবেন।

সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, কোটা বাড়ায় হজ পালনের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে ভারত। এক্ষেত্রে প্রথম স্থানে আছে ইন্দোনেশিয়া।

জাপানের শহর ওসাকায় নরেন্দ্র মোদির সঙ্গে এক বৈঠকে হজের কোটা বাড়ানোর ঘোষণা দেন সৌদি যুবরাজ সালমান। এ সম্পর্কে ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে বলেন, হজের কোটা বাড়ানো হবে বলে আগেই কথা দিয়েছিলেন ক্ষমতাসীন যুবরাজ। তিনি তার কথা রেখেছেন।

এ বিষয়ে ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বা নাকভি বলেন, সৌদি আরবের সঙ্গে মোদির বন্ধুত্বপূর্ণ এবং আন্তরিক সম্পর্কের কারণেই হজের কোটা বেড়েছে। মোদি ২০১৪ সালে যখন প্রথম ক্ষমতায় আসেন তখন ১ লাখ ৩৬ হাজার মানুষ হজ করতে পারতেন। সেটা এখন বেড়ে ২ লাখে এসেছে।

ডি/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের বাড়লো হজ ভিসা আবেদনের সময় 
ভিসা নিয়ে কোনো সমস্যা নেই: ধর্মমন্ত্রী
ভারতের পররাষ্ট্রসচিব ঢাকায় আসছেন বুধবার
পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক
X
Fresh