• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

আফগানিস্তানে সামরিক একাডেমিতে বিস্ফোরণ, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

  ৩১ মে ২০১৯, ১১:০৭
আফগান ন্যাশনাল আর্মির ক্যাডেট (ছবি: সংগৃহীত)

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি সামরিক একাডেমির বাইরে বিস্ফোরণের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলীয় কাবুলে মার্শাল ফাহিম ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির প্রবেশমুখে চালানো ওই হামলায় আরও ছয়জন আহত হয়েছেন।

কাবুল পুলিশের মুখপাত্র ফিরদাউস ফারামারজ বলেছেন, একজন আত্মঘাতী বোমা হামলাকারী পায়ে হেঁটে ওই বোমার বিস্ফোরণ ঘটান। একজন সেনাসদস্য তার পথরোধ করার পর তিনি বোমার বিস্ফোরণ ঘটান।

তিনি বলেন, প্রাথমিক খবর অনুযায়ী ছয়জন মারা গেছেন এবং ছয়জন আহত হয়েছেন। হামলাকারী ‘টার্গেটে পৌঁছানোর আগে বোমার বিস্ফোরণ ঘটান’ বলেও জানান ফারামারজ। তবে তিনি এর চেয়ে বিস্তারিত কিছু জানাননি।

স্থানীয় সময় দুপুরের দিকে ওই হামলা চালানো হয় জানিয়েছেন আফগান কর্মকর্তারা। রমজানের কারণে এই সময় প্রশিক্ষণ একাডেমি তাড়াতাড়ি ছুটি হয়।

এদিকে নিজের আমাক নিউজ এজেন্সিতে দেয়া এক বিবৃতিতে ওই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

উল্লেখ্য, সাম্প্রতিক সপ্তাহগুলোতে কাবুল ও এর আশপাশের বিভিন্ন এলাকায় হামলার শিকার হচ্ছে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এসব হামলায় ব্যাপক হতাহতের ঘটনাও ঘটছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছয় অলরাউন্ডার নিয়ে আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
আফগানিস্তানে মসজিদে ঢুকে হামলা, নামাজরত ৬ জনের মৃত্যু
ভালো শুরুর পর ফিরলেন জয়
টাইগারদের আফগানিস্তান সফর স্থগিত
X
Fresh