logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০, ২১ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৫ জন, আক্রান্ত ২৪২৩ জন, সুস্থ হয়েছেন ৫৭১ জন: স্বাস্থ্য অধিদপ্তর

শ্রীলঙ্কায় মুসলিমবিরোধী সহিংসতা দমনে সর্বোচ্চ শক্তি প্রয়োগের নির্দেশ পুলিশপ্রধানের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৬ মে ২০১৯, ২২:৩৯ | আপডেট : ১৬ মে ২০১৯, ২৩:৩২
ছবি: যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি

শ্রীলঙ্কায় মুসলিমবিরোধী সহিংসতা দমনে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে দেশটির কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছেন লঙ্কান পুলিশপ্রধান চন্দনা বিক্রমরত্নে।

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা জানায় যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি। এতে বলা হয়, টেলিভিশনে প্রচারিত এক ভাষণে এই নির্দেশ দেন তিনি।

দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রেমেসিংহে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, সাম্প্রতিক পরিস্থিতি গত মাসের হামলার তদন্ত বিঘ্নিত করছে।

গত ২১ এপ্রিল ইস্টার সানডে উদযাপনের দিন দেশটির তিনটি চার্চ, চারটি হোটেল এবং একটি চিড়িয়াখানায় বোমা হামলায় ২৫৩ জন নিহত হন।

হামলার তিনদিন পর দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস)। এরপর দেশটিতে মুসলিমবিরোধী সহিংসতার পরিমাণ বৃদ্ধি পেতে থাকে।

দেশটির মসজিদগুলো এবং মুসলিমদের দোকানগুলোতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব সহিংসতার ঘটনায় এক মুসলিম নিহত হয়েছেন।

মঙ্গলবার প্রকাশিত বিবিসির প্রতিবেদনটিতে বলা হয়, দেশব্যাপী জারি করা রাত্রিকালীন কারফিউ আংশিকভাবে তুলে নেয়া হলেও নর্থ-ওয়েস্টার্ন প্রদেশের কারফিউ বহাল থাকবে বলে জানিয়েছে পুলিশ।

বেশ কয়েকটি শহরের উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি এবং টিয়ার গ্যাস ছোড়ে বলেও উল্লেখ করা হয়েছে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যমটিতে।

কে/এমকে

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৫৭৫৬৩ ১২১৬১ ৭৮১
বিশ্ব ৬৫৬৮৫১০ ৩১৬৯২৪৩ ৩৮৭৯৫৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • আন্তর্জাতিক এর সর্বশেষ
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়