logo
  • ঢাকা শনিবার, ২৪ আগস্ট ২০১৯, ৯ ভাদ্র ১৪২৬

শ্রীলঙ্কার প্রতিরক্ষা সচিবের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৫ এপ্রিল ২০১৯, ১৯:৪১ | আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২০:২৩
ছবি: শ্রীলঙ্কার গণমাধ্যম আদা দেরানা

শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হেমাসিরি ফার্নান্দো পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম আদা দেরানা।

এর আগে বুধবার প্রতিরক্ষা সচিব ফার্নান্দো এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) পুজিথ জয়াসুন্দরকে পদত্যাগ করার আহ্বান জানান দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

এদিন তিনি জাতির উদ্দেশে দেয়া ভাষণে বলেন, দেশটির প্রতিরক্ষা সেক্টরের একাধিক শীর্ষ পদে ২৪ ঘণ্টার মধ্যেই পরিবর্তন আনা হবে।

দয়া রত্নায়াকে নামের এক সাবেক আর্মি কমান্ডারকে প্রতিরক্ষা সচিবের পদে বিবেচনা করা হচ্ছে বলে জানায় দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম টাইমস অনলাইন।

দেশটিতে ইস্টার সানডে উদযাপনের দিন সম্ভাব্য হামলার তথ্য পেয়েও ঠেকাতে না পারায় এই দুই শীর্ষ কর্মকর্তা পদত্যাগের বিষয়টি সামানে আসে।

এদিকে দেশটির সংসদ সদস্য বিজেয়াদাস রাজাপক্ষে প্রেসিডেন্টের কাছে প্রতিরক্ষা সচিব এবং আইজিপিকে জরুরি ভিত্তিতে গ্রেপ্তার করার আহ্বান জানিয়েছে চিঠি পাঠিয়েছেন।

গত ২১ এপ্রিল ইস্টার সানডে উদযাপনের দিন শ্রীলঙ্কার তিনটি চার্চ, চারটি হোটেল ও একটি চিড়িয়াখানায় বোমা হামলা হয়।

এসব হামলায় এ পর্যন্ত ৩৫৯ জন নিহত এবং ৫০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। হামলার তিনদিন পর দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস)।

কে/এমকে

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়