• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

খাবারের লাইনে দাঁড়িয়ে বিস্ফোরণ ঘটান শ্রীলঙ্কার হোটেলে হামলাকারী

আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ এপ্রিল ২০১৯, ১২:৪৩
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার একটি হোটেলে হামলাকারী খাবারের লাইনে দাঁড়িয়ে বোমার বিস্ফোরণ ঘটান। কলম্বোর সিনামন গ্র্যান্ড হোটেলের ম্যানেজার বলেন, ওই হামলাকারী যখন বোমার বিস্ফোরণ ঘটান, তখন রেস্টেুরেন্টে উপড়ে পড়া ভিড় ছিল।

রোববার খ্রিস্টানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ইস্টার সানডের দিন শ্রীলঙ্কায় আট দফায় বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এর মধ্যে তিনটি চার্চ, চারটি হোটেল ও একটি চিড়িয়াখানার বাইরে চালানো ওই হামলায় এখন পর্যন্ত ৩১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৫০০ জন। নিহতদের মধ্যে তিনজন পুলিশ সদস্যও রয়েছে।

সিনামন গ্র্যান্ড হোটেলে হামলাকারী ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে ওই হোটেলে উঠেছিল। হোটেলের ম্যানেজার জানান, মোহামেদ আজম মোহামেদ নামে হোটেলে ওঠা ওই ব্যক্তি ব্যবসায়িক কাজে এসেছেন বলে জানিয়েছিলেন।

হোটেলের ম্যানেজারের বলেন, খাবার পরিবেশের কিছুক্ষণ আগে তার পিঠে থাকা বোমার বিস্ফোরণ ঘটান ওই হামলাকারী, এতে হামলাকারীসহ আরও অনেক অতিথি নিহত হয়।

তিনি বলেন, এটা বিশৃঙ্খল অবস্থা ছিল। তখন ঘড়িতে সময় ছিল ৮টা ৩০ মিনিট এবং এটা ব্যস্ত সময় ছিল। সেখানে অনেক পরিবার ছিল।

হামলাকারী সামনে এগিয়ে এসে বোমার বিস্ফোরণ ঘটান। ওই সময় অতিথিদের স্বাগত জানাচ্ছিলেন আমাদের এমন একজন ম্যানেজার বোমার আঘাতে তাৎক্ষণিকভাবে মারা যায়।

এছাড়া রোববার সাংরি-লা এবং কিংসবারি হোটেলেও হামলা চালানো হয়। ওই দুটি হোটেলও পর্যটকদের কাছে খুব জনপ্রিয়।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র তাপদাহে বেঁকে গেল রেললাইন
হিলিতে তীব্র গরমে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ
সিভিল সার্জন কার্যালয়ে বিশাল নিয়োগ, নেবে ১১৫ জন
ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে এসিআই মোটরস 
X
Fresh