• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

২৩ এপ্রিল জাতীয় শোক দিবস ঘোষণার সিদ্ধান্ত শ্রীলঙ্কার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ এপ্রিল ২০১৯, ২৩:৪৩
ছবি: শ্রীলঙ্কার গণমাধ্যম আদা দেরানা

শ্রীলঙ্কায় ইস্টার সানডে উদযাপনের দিন তিনটি চার্চ, চারটি হোটেল ও একটি চিড়িয়াখানায় সিরিজ বোমা হামলায় নিহতদের স্মরণে ২৩ এপ্রিল জাতীয় শোক দিবস ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

সোমবার দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সভাপতিত্বে অনুষ্ঠিত ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম আদা দেরানা।

এছাড়া এই বৈঠকে সন্ত্রাসবাদ মোকাবেলা করার জন্য সোমবার মধ্যরাত থেকে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেয়া হয়। এর মাধ্যমে দেশ ও দেশের মানুষের নিরাপত্তার জন্য যেকোনো ধরনের নিরাপত্তামূলক পদক্ষেপ নেয়ার ক্ষমতা দেয়া হয়েছে পুলিশকে।

রোববার শ্রীলঙ্কায় ইস্টার সানডে উদযাপনকালে তিনটি চার্চ, চারটি হোটেল ও একটি চিড়িয়াখানায় সিরিজ বোমা হামলায় ২৯০ জন নিহত এবং ৫০০ জন আহত হয়েছেন।