logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯, ৩ শ্রাবণ ১৪২৬

ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ চলছে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৮ এপ্রিল ২০১৯, ১২:১১ | আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ১২:২০
ছবি: সংগৃহীত
ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ সকাল থেকে। পশ্চিমবঙ্গের ৩টি আসনসহ, দেশটির ১১ রাজ্য, একটি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে মোট ৯৫টি আসনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ চলছে।

ভারতীয় গণমাধ্যম নিউজ এইট্টিনের এক প্রতিবেদনে বলা হয়, কড়া নিরাপত্তায় শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। সপ্তদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের নির্বাচনে পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও রায়গঞ্জ লোকসভা আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।

দার্জিলিং লোকসভা আসনে মোট ভোটার সংখ্যা ১৫ লক্ষ ৯৮ হাজার ৮৩৬, মোট ভোটগ্রহণ কেন্দ্র ১ হাজার ৮৯৯। পশ্চিমবঙ্গের অন্য লোকসভা আসন জলপাইগুড়ির মোট ভোটার ১৭ লক্ষ ২৯ হাজার ৮২৯ জন, ভোটগ্রহণ কেন্দ্র ১ হাজার ৮৬৮টি।

এই অঞ্চলের তৃতীয় আসনটি হল রায়গঞ্জ। রায়গঞ্জের  মোট ভোটার ২০ লক্ষ ৪২ হাজার ৬২৪ জন, ভোটগ্রহণ কেন্দ্র ২ হাজার ৭৬টি। এই আসনগুলোর পাশাপাশি নির্বাচন চলছে এমন সব আসনেই কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

ডি/জেএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়