• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

রমজানে বিনামূল্যে কোরআন শিক্ষা দেবে আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ এপ্রিল ২০১৯, ১৮:৫৭

পবিত্র রমজানকে সামনে রেখে কোরআন শিক্ষার একটি প্লাটফর্ম চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। জেনারেল অথরিটি অব ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যানডওনমেন্টের উদ্যোগে বিনামূল্যে এই শিক্ষা দেয়া হবে।

অথরিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ মাতার আল কাবি জানিয়েছেন, কোরআন শিক্ষায় আগ্রহী যেকেউ এতে অংশ নিতে পারবেন। এজন্য সবাইকে অথরিটির ওয়েবসাইটে যেতে হবে।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, শুক্রবার ছাড়া প্রতিদিন এই শিক্ষা দেয়া হবে। দিনে বেশ কয়েকটি সময়ে এটা চালু থাকবে। এজন্য যার যার সুযোগমতো এটাতে অংশ নিতে পারবেন আগ্রহীরা।

এ সম্পর্কে আল কাবি বলেন, সপ্তাহজুড়ে বেশ কয়েকটি সময়ে ক্লাস চলবে। এতে পুরুষ এবং নারী উভয় ধরনের শিক্ষকই থাকবেন। সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে মোট চারটি ক্লাস অনুষ্ঠিত হবে। প্রতি ব্যাচে সর্বোচ্চ সাতজন শিক্ষার্থী অংশ নিতে পারবেন। আগ্রহীদের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরব আমিরাতে বহুতল ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু
আরব আমিরাতে নজিরবিহীন বৃষ্টি, বহু ফ্লাইট বাতিল
আমিরাতে ঋণের দায়ে প্রবাসীর আত্মহত্যা
আরব আমিরাত জুড়ে আবারও বৃষ্টির আভাস
X
Fresh