• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলা, নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ নভেম্বর ২০১৮, ১২:১৭
ফাইল ফটো

সিরিয়ার পূর্বাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রণে থাকা একটি গ্রামে বিমান হামলা চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোট। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সিবিসি নিউজ।

সিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু। তবে হামলায় ঠিক কী পরিমাণ মানুষ আহত হয়েছে সেটা নিশ্চিত করতে পারেনি সিবিসি।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান রামি আবদুর রহমান জানান, আবু আল হাসান গ্রামে শনিবার ওই হামলা চালানো হয়েছে।

তিনি জানান, ওই হামলায় ১৭ শিশু ও ১২ নারীসহ ৪৩ জন নিহত হয়েছেন। তবে নিহত পুরুষরা আইএস সদস্য কি-না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

যদিও হামলাকারী জোট বলছে, এতে কোনও বেসামরিক লোক হতাহত হয়নি।

এ সম্পর্কে মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল সিন রায়ান এক ইমেইল বার্তায় এসোসিয়েটেড প্রসকে (এপি) জানান, আমরা দেখেছি ধর্মীয় উপাসনালয় ও হাসপাতালগুলোকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছে আইএস। এছাড়া বেসামরিক লোকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে তারা।

ইরাকের সীমান্তবর্তী ওই এলাকাটি বেশ দুর্গম। এ কারণে সেখানে গিয়ে হতাহতের খবর নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে সিবিএস নিউজ।

আরও পড়ুন :

ডি/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুষ্টিয়ায় চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা
বিশ্বকাপে হামলার হুমকি
রাফাহতে ভয়াবহ হামলা চালাল ইসরায়েল, ২১ ফিলিস্তিনি নিহত
হামাসের হামলায় ইসরায়েলের ৩ সেনা নিহত, বন্ধ কেরাম শালোম ক্রসিং
X
Fresh