• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

উদ্দাম নৃত্যের কারণে মালয়েশিয়ার এক মসজিদে পর্যটক নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ জুন ২০১৮, ০৯:০৯

মালয়েশিয়ার একটি মসজিদের সামনে দুইজন পর্যটক নাচ করছেন এমন একটি ভিডিও শেয়ার করার পর মসজিদ কর্তৃপক্ষ পর্যটকদের সেখানে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, দুইজন নারী হাফপ্যান্ট ও টপস পড়ে কোটা কিনাবালু সিটি মসজিদের সামনের একটি ছোট দেয়ালে নাচ করছিল। মসজিদটি বোর্নিও দ্বীপে অবস্থিত। দেশটির কর্তৃপক্ষ চেষ্টা করছে তাদের পরিচয় জানার।

--------------------------------------------------------------
আরও পড়ুন : শরবত বিক্রেতা থেকে ক্ষমতাধর প্রেসিডেন্ট
---------------------------------------------------------------

তবে তাদের দেখে পূর্ব এশিয়ার নাগরিক হিসেবে বর্ণনা করা হয়েছে। ফেসবুকে এই নাচের ফুটেজ দুই লক্ষ ৭০ হাজারের কাছাকাছি শেয়ার হয়েছে।

সাবাহ স্টেটের পর্যটন মন্ত্রী বলেছেন ভিডিওটি দেখে ‘আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি শ্রদ্ধার ঘাটতি’ দেখা গেছে।

রোববার মসজিদের চেয়ারম্যান বলেছেন গণ-পরিবহন যেগুলো পর্যটকদের বহন করে সেগুলো মসজিদের চত্বরে ঢুকতে দেয়া হবে না।

দুইজন নারী ছোট পোশাক পরে কোটা কিনাবালু সিটি মসজিদের সামনের একটি ছোট দেয়ালে নাচ করছিল। কিন্তু তিনি এটাও বলেন এই ধরণের ঘটনা যাতে ভবিষ্যতে আর না হয় তার জন্য ট্যুর এজেন্সিগুলোর সাথে আরো আলোচনা করতে হবে।

মালয়েশিয়ায় স্থাপত্যে অনন্য অনেকগুলো বিখ্যাত ও দৃষ্টিনন্দন মসজিদ আছে। পৃথিবীর নানা প্রান্তের পর্যটকরা মালয়েশিয়া ঘুরতে গেলে একবার না একবার মসজিদে ঢু মারেন-ই। তবে, মসজিদ পরিদর্শনের ক্ষেত্রে বিদেশি পর্যটকদের জন্য শরীর আবৃত করে যাওয়ার নির্দেশনা দেয়া আছে।

তবে এটাই সাবাহ স্টেটে প্রথম ঘটনা নয়, এর আগেও বিদেশি পর্যটকরা সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতি আঘাত দেয়ার জন্য বিপাকে পরেছেন।

আরও পড়ুন :

মুর্শিদাবাদের আম, এতো দাম!

হিজবুল্লাহর রয়েছে ৮০ হাজার ক্ষেপণাস্ত্র: ইরানি জেনারেল

কেএইচ/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউরোর আগে নিষিদ্ধ হতে পারে স্পেনের ফুটবল!
মসজিদে পুত্রের আজানে উচ্ছ্বসিত নায়ক সাইমন
টাইগারদের প্রস্তুতি ক্যাম্পে গণমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ
নারী কর্মীদের বোরকা ও নেকাব পরা নিষিদ্ধ করল চট্টগ্রাম চক্ষু হাসপাতাল
X
Fresh