• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

সৌদিতে এক বছরে প্রায় ৮ লাখ বিদেশি চাকরি হারিয়েছে

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৪ মে ২০১৮, ১১:৩৩

মধ্যপ্রাচ্যে বিদেশি শ্রমিকের বড় বাজার সৌদি আরবে গত এক বছরে প্রায় আট লাখ বিদেশি শ্রমিক চাকরি হারিয়েছেন।

মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডিল ইস্ট মনিটর জানিয়েছে, গত বছর থেকে এ বছরের মার্চ পর্যন্ত ১৫ মাসে ৭ লাখ ৮৫ হাজার বিদেশি নাগরিক সৌদি আরবে চাকরি হারিয়েছেন। সৌদি আরবের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে এসব বিদেশি নাগরিক কাজ করতেন।

জেনারেল অর্গানাইজেশন ফর সোশ্যাল ইন্স্যুরেন্স (জিওএসই) তথ্য দিয়েছে বিদেশি নাগরিকরা সৌদি আরবে চাকরি হারালেও সে স্থান পূরণ করেছে ১০ লাখেরও বেশি সৌদি নাগরিক।

--------------------------------------------------------
আরও পড়ুন : মন্ত্রীদের বেতন ১০ শতাংশ কমানোর ঘোষণা মাহাথির সরকারের
--------------------------------------------------------

গত দুই বছর ধরে সৌদি সরকার নিজেদের নাগরিকদের কর্মসংস্থানের ওপর জোর দিয়েছে এবং এধরনের সংস্কারের ফলে দেশটিতে বিদেশি নাগরিকদের সংখ্যাও কমতে শুরু করেছে।

সৌদি সরকার ইন্স্যুরেন্স, যোগাযোগ ও পরিবহন খাত থেকে বিদেশি নাগরিকদের পরিবর্তে দেশটির নাগরিকদের কর্মসংস্থানে প্রাধান্য দিচ্ছে।

দেশটিতে বেকারত্ব ১২.৮ ভাগ বৃদ্ধি পেলে এধরনের সিদ্ধান্ত নেয় সৌদি সরকার। এছাড়া আরও ১২টি খাতে সৌদি নাগরিকদের জন্যেই কেবল কাজের সুযোগ সংরক্ষণের ব্যবস্থা চালু হচ্ছে আগামী ১১ সেপ্টেম্বর থেকে।

আরও পড়ুন :

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদি সরকারের অনুমতি ছাড়া হজ করলে পাপ হবে!
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা, জাতিসংঘের সতর্কবার্তা
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় আমদানিতে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে : বাণিজ্য প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যের যেসব দেশের আকাশসীমা বন্ধ
X
Fresh