• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

আলজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ২৫৭

আন্তর্জাতিক ডেস্ক

  ১১ এপ্রিল ২০১৮, ১৯:২৬

আলজেরিয়ায় সেনাবাহিনীর বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে ২৫৭ জনে। আলজেরিয়ায় রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে আল-জাজিরা।

স্থানীয় সময় বুধবার সকাল ৮টার কিছুক্ষণ পরে বিমানটি বিধ্বস্ত হয়। রাজধানী আলজিয়ার্সের কাছে বৌফারিক সেনা বিমানবন্দরে ওই বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে বহু সেনা ও যন্ত্রপাতি ছিল।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ১৪টি অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আর আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : সিরিয়ায় মার্কিন হামলা চালালে ব্যবস্থা নেবে রাশিয়া
--------------------------------------------------------

প্রত্যক্ষদর্শীদের ধারণকৃত ভিডিওতে দেখা গেছে, বিমানের ধ্বংসাবশেষ থেকে কালো ধোঁয়া উড়ছে।

এদিকে উদ্ধারকারীরা বিমানের ধ্বংসাবশেষ থেকে বহু দেহ টেনে বের করেছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, চার বছর আগে দেশটিতে সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়ে ৭৭ জন নিহত হয়েছিল।

আরও পড়ুন :

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোমাকে বিধ্বস্ত করে ফাইনালে এক পা লেভারকুসেনের
কলম্বিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৯ সেনার প্রাণহানি
হায়দ্রাবাদকে বিধ্বস্ত করে ছয় ম্যাচ পর জয়ে ফিরলো বেঙ্গালুরু
তামিমদের বিধ্বস্ত করে সুপার লিগে উড়ন্ত শুরু আবাহনীর
X
Fresh