• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সিরিয়ায় মার্কিন হামলা চালালে ব্যবস্থা নেবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

  ১১ এপ্রিল ২০১৮, ১৮:২৬

সিরিয়ায় কোনো মার্কিন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে রাশিয়া। ১০ এপ্রিল মঙ্গলবার আল-মানার টিভিকে দেয়া এক সাক্ষাতকারে এমনটা বললেন লেবাননে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত অ্যালেক্সান্ডার জাসিপকিন। খবর আল-জাজিরা।

আল-মানার টিভিকে দেওয়া সাক্ষাতকারে অ্যালেক্সান্ডার জাসিপকি বলেন, ‘সিরিয়ায় যদি যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তবে আমরা ভূপাতিত করব। এমনকি যেখান থেকে হামলা চালানো হয়েছে সেখানেও যথাযথ জবাব দেবো আমরা।’

--------------------------------------------------------
আরও পড়ুন : পূর্ব নির্ধারিত দ. আমেরিকা সফর বাতিল করলেন ট্রাম্প
--------------------------------------------------------

এর আগে মার্চে রুশ সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমোভ বলেছিলেন, সিরিয়ার দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করবেন তারা।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সিরিয়ায় হামলা চালালে তার দেশও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেবে।

লেবাননে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত অ্যালেক্সান্ডার জাসিপকিন দাবি করেন, সিরিয়ায় রাশিয়া অনেক উন্নতি করেছে। বিদ্রোহীদের দখল থেকে প্রায় স্বাধীন হওয়ার পথে রয়েছে দেশটি।

এদিকে রাসায়নিক হামলা ইস্যুতে সিরিয়ায় সেনা পদক্ষেপের বিষয়েও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। মস্কো বলছে, হামলা হলে, তার সমুচিত জবাব দেয়া হবে। মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের নিন্দা প্রস্তাবে ভেটো দেয় রাশিয়া।

অন্যদিকে, রাশিয়ার তদন্ত কমিটি গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিক্কি হ্যালি বলেন, আমাদের প্রস্তাব হলো, রাসায়নিক হামলার নিরপেক্ষ তদন্ত হতে হবে। কিন্তু নিজেদের পছন্দমতো তদন্তকারী নিয়োগের প্রস্তাব দিয়েছে রাশিয়া। যেখানে নিরপেক্ষ তদন্ত হবার সম্ভাবনা নেই।

জবাবে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, আপনারা আসলে তদন্ত চান না। আপনারা জানতে চান না, আসলে কি ঘটেছে। দুমায় রাসায়নিক হামলার কোনো প্রমাণ যে পাওয়া যায়নি, এটা আপনারা শুনতে চান না। আপনারা সব সময়ই একটা অজুহাত খোঁজেন।

উল্লেখ্য, উত্তেজনাকর পরিস্থিতি বিবেচনায় নির্ধারিত লাতিন আমেরিকা সফর বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন :

এপি /এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ে করেছেন রিয়েলিটি সিরিজে খ্যাতিমান মার্কিন সংযুক্ত যমজ অ্যাবি হেনসেল
৮ মাসেই ২০৩ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ
মস্কোয় সন্ত্রাসী হামলার নিন্দা জানালেন প্রধানমন্ত্রী 
মস্কোর কনসার্টে হামলাকারীদের ছবি প্রকাশ করল আইএস
X
Fresh