• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

পারভেজ মোশাররফকে গ্রেপ্তারের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ মার্চ ২০১৮, ১০:২৩

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন দেশটির বিশেষ আদালত।

বৃহস্পতিবার পাকিস্তান সরকারের কাছে আদালতের নির্দেশ পৌঁছেছে। এতে মোশাররফের সব সম্পত্তিও বাজেয়াপ্ত করতে বলেছেন আদালত। খবর জিও নিউজ।

পেশোয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি, লাহোর হাইকোর্টের ইয়াওয়ার আলী এবং বেলুচিস্তান হাইকোর্টের বিচারক তাহিরা সফদার এর সমন্বয়ে গঠিত বেঞ্চটি এই আদেশ দেন।

পারভেজ মোশাররফের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০০৭ সালের ৩রা নভেম্বর সংবিধান ভঙ্গ করে জরুরি অবস্থা জারি করার মাধ্যমে রাষ্ট্রদ্রোহিতা করেছেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: খুব তাড়াতাড়ি বসবেন ট্রাম্প-কিম
--------------------------------------------------------

এ সময় আসামি পক্ষের প্রধান কৌঁসুলি আকরাম শেখ সাবেক এই সামরিক শাসকের অনুপস্থিতিতে তার বিচার না করার আবেদন জানান। এ প্রসঙ্গে তিনি ২০১৬ সালে দেয়া সুপ্রিম কোর্টের রায়ের কথা উল্লেখ করেন।

২০১৬ সালে সুপ্রিম কোর্টের দেয়া ওই রায়ে, আসামির অনুপস্থিতিতে তার বিরুদ্ধে বিচারকার্য পরিচালনা না করার আদেশ দিয়েছিলেন। এই আবেদনের প্রেক্ষিতে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের কর্তাদের তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে পরামর্শ দেয়ার আদেশ দিলেন আদালত।

আরও পড়ুন:

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কসবায় ছুরিকাঘাতে কৃষক হত্যা, গ্রেপ্তার ২
নোয়াখালীতে ইয়াবাসহ গৃহবধূ গ্রেপ্তার 
রাজধানীতে গ্রেপ্তার ৩৯
চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার 
X
Fresh