• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

খুব তাড়াতাড়ি বসবেন ট্রাম্প-কিম

আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ মার্চ ২০১৮, ০৮:৫৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জন উনের সঙ্গে বৈঠক করতে সম্মতি জানিয়েছেন।

বৃহস্পতিবার ওয়াশিংটনে অবস্থানরত দক্ষিণ কোরিয়ার সিনিয়র কর্মকর্তারা একথা জানান। শুক্রবার এমন তথ্য দিয়ে খবর প্রকাশ করেছে বিবিসি।

দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে উত্তর কোরিয়ার নেতা কিম জন উনের একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠক অনুষ্ঠিত হবার আগ পর্যন্ত উত্তর কোরিয়া তাদের সব পারমাণবিক এবং মিসাইল কার্যক্রম বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

গেলো কয়েক মাস ধরে উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে হুমকি ও পাল্টা হুমকির মাঝে এ বৈঠকের বিষয়টি বড় ধরনের অগ্রগতি বলে মনে করছেন বিশ্লেষকরা।

চলতি সপ্তাহের প্রথম দিকে দক্ষিণ কোরিয়ার নেতারা পিয়ংইয়ং-এ উত্তর কোরিয়ার নেতার সঙ্গে একটি নজিরবিহীন বৈঠক করেছেন।

দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হোয়াইট হাউজ থেকে বের হয়ে জানিয়েছেন, মে মাসের মধ্যে দুই নেতার মথ্যে বৈঠক অনুষ্ঠিত। বৈঠকের সুনির্দিষ্ট তারিখ এবং স্থান এখনো নির্ধারিত হয়নি।

আরও পড়ুন:

এপি/জেবি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ট্রাম্পের সঙ্গে নিজের পার্থক্য তুলে ধরলেন বাইডেন
যুদ্ধের জন্য সেনাবাহিনীকে জোর প্রস্তুতির নির্দেশ কিমের
প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নিকি হ্যালি
X
Fresh