• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আইনস্টাইনের হাতে লেখা চিঠি ৮৬ লাখ টাকায় বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ মার্চ ২০১৮, ১৫:৪৮

কিংবদন্তি পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের নিজ হাতে লেখা একটি চিঠি এক লাখ ডলারের বেশি দামে বিক্রি হয়েছে। মঙ্গলবার জেরুজালেমে এক নিলামে যুগান্তকারী একটি তত্ত্বের বিষয় নিয়ে লেখা চিঠিটি বিক্রি হয়। খবর অ্যারি নিউজের।

১৯২৮ সালে বার্লিন থেকে একজন গণিতবিদের কাছে হাতে লেখা ওই চিঠি পাঠিয়েছিলেন আইনস্টাইন। আপেক্ষিক তত্ত্বের তৃতীয় সূত্র নিয়ে লেখা ওই চিঠিতে এক লাখ তিন হাজার সাতশ’ ডলারে (বাংলাদেশি টাকায় ৮৬ লাখ ১৯ হাজার ১৭৭ টাকা) কিনে নিয়েছেন বেনামি এক ক্রেতা।

নিলামকারী প্রতিষ্ঠান উইনার জানিয়েছে, গেলো শতাব্দীতে আইনস্টাইনের বৈজ্ঞানিক ক্যারিয়ারে সবচেয়ে উত্তেজনাপূর্ণ সময়ে যুগান্তকারী এ আবিষ্কার নিয়ে কাজ করে যাচ্ছিলেন তিনি।

ওই চিঠির সঙ্গে আরও একটি নোট রয়েছে। যেখানে তিনি খামের পেছনে ওই তত্ত্ব নিয়ে তার পরিশীলিত চিন্তা টুকে রেখেছিলেন।

এর আগে আইনস্টাইনের সুখী জীবনযাপনের একটি তত্ত্বও নিলামে বিক্রি হয়। জেরুজালেমে নিলামে ওঠা ওই তত্ত্ব সম্বলিত নোটটি বিক্রি হয়েছিল ১৫ লাখ ৬০ হাজার ডলারে। ১৯২২ সালে জাপান সফরে বক্তৃতা দিতে গিয়ে সুখ নিয়ে ওই নোটটি লিখেছিলেন তিনি। পরে আইনস্টাইন নোটটি টোকিওর এক হোটেলের বেলবয়কে দিয়েছিলেন।

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাইটানিকের সেই দরজা নিলামে যত টাকায় বিক্রি হলো
গাজার শিশুদের জন্য ‘নিষিদ্ধ হওয়া জুতা’ নিলামে তুলেছেন খাজা
X
Fresh