আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩৩
আপডেট : ০৫ মার্চ ২০১৮, ১১:৫২
আপডেট : ০৫ মার্চ ২০১৮, ১১:৫২
পাকিস্তানে প্রথম দলিত হিন্দু নারী এমপি পদপ্রার্থী কৃষ্ণা

আরও পড়ুন: গরিবের বন্ধু মমতার সম্পত্তি কত জানেন?
-------------------------------------------------------- এদিকে সিন্ধু প্রদেশের প্রাদেশিক সরকারের মুখপাত্র নাসির শাহ বলেছেন, বিরোধী পাকিস্তান পিপলস পার্টি আগামী ৩ মার্চ সিনেট নির্বাচনে কৃষ্ণা কুমারীকে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছে। নিজের প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত কৃষ্ণা কুমারী বলেছেন, আমি খুব আনন্দিত। কেননা আমার পরিবার খুব গরিব। তাই আইনপ্রণেতা হওয়ার কথা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। পাকিস্তানে সাধারণত অভিজাত ব্যক্তিদেরই প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়৷ কিন্তু এই প্রথম পাকিস্তানের এক সংখ্যালঘু সম্প্রদায়ের দরিদ্র নারীকে নির্বাচনে লড়ার টিকিট দেয়া হয়েছে৷ ১৯৭৯ সালে পাকিস্তানের সিন্ধু প্রদেশে জন্মগ্রহণ করেন কৃষ্ণা৷ তিনি ও তার ভাই পিপিপির রাজনীতির সঙ্গে যুক্ত৷ ২০১৩ সালে তিনি সিন্ধু বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। আরও পড়ুন: এ