• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

অবশেষে কেজরিওয়াল কারাগারে

আরটিভি নিউজ

  ২১ মার্চ ২০২৪, ২২:৫৪
কেজরিওয়াল
সংগৃহীত

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দর কেজরিওয়ালকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় নয়বার ইডির সমন এড়াতে সক্ষম হলেও এবার তিনি ধরা দিয়েছেন। বাজেয়াপ্ত করা হয় তার ফোন। ভারতের ইতিহাসে কেজরিওয়ালই প্রথম, যিনি মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন গ্রেপ্তার হলেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাকে গ্রেপ্তার করে। খবর টাইমস অব ইন্ডিয়া

বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই মুখ্যমন্ত্রীর বাসভবনে তল্লাশি শুরু করে ইডি। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় কেজরিওয়ালের বাসভবনের সামনে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। রাজধানীজুড়েই প্রতিবাদ শুরু করেন তারা। পরিস্থিতি জটিল হলে তা নিয়ন্ত্রণে আনতে বাসভবনের সামনে ১৪৪ ধারা জারি করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তি ইডি অরবিন্দ কেজরিওয়ালকে মদ নীতি কেলেঙ্কারি মামলার ‘ষড়যন্ত্রকারী’ বলে অভিহিত করা হয়েছে।

ইডি বলেছে, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও আম আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়া এবং সঞ্জয় সিং মদ নীতি তৈরিতে ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) নেতা কে. কবিতা।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেজরিওয়ালকে ১৫ এপ্রিল পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ
দিল্লি হাইকোর্টে মুক্তির আবেদন করলেন কেজরিওয়াল
৭ দিনের রিমান্ডে কেজরিওয়াল
X
Fresh