• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

প্যারিস জলবায়ু চুক্তি সই নিকারাগুয়ার

আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ অক্টোবর ২০১৭, ১৭:৩০

নিকারাগুয়া সোমবার প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করেছে। এর ফলে চুক্তির বাইরে থাকলো কেবল যুক্তরাষ্ট্র ও সিরিয়া। দেশটির ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো পঠিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। খবর বাসসের।

ওই বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার সরকার জানায়, ২০১৫ সালে জলবায়ু সংক্রান্ত যে চুক্তি করা হয় তা বৈশ্বিক উষ্ণতা ও এর প্রভাব মোকাবেলায় একমাত্র আন্তর্জাতিক পদক্ষেপ।

সোমবার নিকারাগুয়ার এ ঘোষণার পর এখন কেবল যুক্তরাষ্ট্র ও সিরিয়াই প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করা থেকে বিরত থাকল।

এই চুক্তিতে যুক্তরাষ্ট্রের উপর 'অর্থনৈতিক বোঝা' চাপিয়ে দেয়া হয়েছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই প্রেক্ষিতে গেলো জুনে তিন বছরের প্রক্রিয়ার মধ্য দিয়ে এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

গত সপ্তাহে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা বলেছিলেন, নিকারাগুয়া বৈশ্বিক জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করবে। তবে কখন করবে সে ব্যাপারে তখন তিনি কিছু বলেননি।

প্যারিস চুক্তিতে অ্যামেরিকাসহ আরো ১৮৭টি দেশ মিলে অঙ্গীকার করেছিল যে, বৈশ্বিক উষ্ণায়নের মাত্রা তারা ২ ডিগ্রি সেলসিয়াসের কম রাখবে। এমনকি দেড় ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামিয়ে আনত চেষ্টা করবে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হামাস, গাজাবাসীর উচ্ছ্বাস
ইসরায়েলে অস্ত্র সরবরাহ স্থগিত করল যুক্তরাষ্ট্র
কক্সবাজারে জরুরি অবতরণ করল ইউএস-বাংলার ফ্লাইট
জলবায়ু পরিবর্তনের বিষয়টি বাংলাদেশের নিয়ন্ত্রণে নেই: পরিবেশমন্ত্রী
X
Fresh