• ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
logo

আমেরিকায় বন্দুক হামলায় নিহত ৫, হামলাকারী আটক

আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ অক্টোবর ২০১৭, ০৯:০৭

আমেরিকার ম্যারিল্যান্ডে বুধবার বন্দুক হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হয়েছে অন্তত পাঁচ জন। এ ঘটনার সন্দেহভাজন হামলাকারীকে শনাক্ত করা গেছে। দেশটির পুলিশ ওই হামলাকারীকে গ্রেপ্তারও করেছে। এনবিসি নিউজ।

বুধবার সকালে বাল্টিমোর শহরের ২৫ মাইল উত্তরে এক স্টেইনলেস স্টিলের গৃহনির্মাণ সামগ্রীর প্রতিষ্ঠানে হামলা চালায় ৩৭ বছরের রাদি লাবিব প্রিন্স নামের ওই বন্দুকধারী।

পুলিশ জানায়, হামলাকারী প্রিন্স এ প্রতিষ্ঠানে মেশিন অপারেটর হিসেবে কাজ করতেন।

বাল্টিমোর এফবিআই অফিসের মুখপাত্র ড্যাব ফিটজ জানাচ্ছেন, নিজ প্রতিষ্ঠানে প্রথম হামলা চালান বন্দুকধারী। এরপর এজউডের অফিস পার্কে থাকা মানুষদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়েন তিনি।

তদন্তকারীরা জানায়, হামলার পরই একটি কালো গাড়িতে করে ডেলাওয়্যারের দিকে পালিয়ে যান তিনি। সেখানেও একজনকে গুলি করেন।

কয়েকটি বিচ্ছিন্ন হামলায় শুরুতেই তিনজনের মৃত্যু হলে, পরবর্তীতে নিহতের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে। গুরুতর আহত কয়েকজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

কাউন্টি শেরিফ জেফরি গাহলের বলেন, হামলার কারণ বা উদ্দেশ্য এখনো জানা যায়নি। তবে মনে হচ্ছে এটি পরিকল্পিত ঘটনা।

এপি/এ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে
হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ, একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
আমেরিকা-কানাডাসহ আরও ২ দেশে মুক্তি পাচ্ছে ‘কাজলরেখা’
যুক্তরাষ্ট্রে আসামি ধরতে গিয়ে বন্দুক হামলায় ৪ পুলিশ নিহত
X
Fresh