• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ট্রাম্পকে কড়া ভাষায় জবাব দিলেন ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ সেপ্টেম্বর ২০১৭, ১২:৩০

২০১৫ সালে ইরানের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে পরমাণু চুক্তি হয়েছিল গেলো মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তার সমালোচনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে বুধবার একই অধিবেশনের ভাষণে ট্রাম্পকে কড়া ভাষায় তার পাল্টা জবাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ।

ট্রাম্প বলেছিলেন, যে কয়েকটি দেশের শাসকগোষ্ঠী দুষ্ট চক্রের মতো তাদের মধ্যে অন্যতম ইরান ।

ট্রাম্প আরো বলেছিলেন, ইরানের সঙ্গে সে চুক্তিটি ছিল আমেরিকার জন্য বিব্রতকর।

ইরানের প্রেসিডেন্ট তার ভাষণে আমেরিকার প্রেসিডেন্টকে পাল্টা আঘাত করে বলেন, ট্রাম্প হচ্ছেন 'আন্তর্জাতিক রাজনীতিতে নবাগত দুষ্টু ব্যক্তি'।

রুহানি আরো বলেন, ডোনাল্ড ট্রাম্প যদি পরমাণু চুক্তি ভেঙে দেন তাহলে সেটি বড় হতাশার বিষয় হবে।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় সম্পাদিত এ চুক্তি নিয়ে ডোনাল্ড ট্রাম্প সবসময় সমালোচনা করে আসছেন।

২০১৫ সালে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, চীন, রাশিয়া ও জার্মানির সঙ্গে পরমাণু অস্ত্র নিরোধ চুক্তি করে ইরান।

এদিকে পারমাণবিক অস্ত্রের হুমকি দেয়া বন্ধ না করলে বাধ্য হয়ে উত্তর কোরিয়াকে পুরোপুরি ধ্বংস করে দিতে আমেরিকা প্রস্তুত বলে জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

মঙ্গলবারের এ ভাষণে ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকেও ব্যঙ্গ করে আত্মঘাতী মিশনে নামা ‘রকেট মানব’আখ্যা দেন।

উত্তর কোরিয়া ‘উস্কানিমূলক কর্মকাণ্ড’বন্ধ না করা পর্যন্ত কিম সরকারকে বিচ্ছিন্ন করে ফেলতে একযোগে কাজ করার জন্য জাতিসংঘের সদস্য দেশগুলোকে আহ্বানও জানান ট্রাম্প। ট্রাম্পের এ ভাষণের পর উত্তর কোরিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এপি/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে 
পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিচার শুরু
ইসরায়েলে হামলা নিয়ে যা বলল ইরান
নিজেকে যে কারও চেয়ে বেশি ইসরায়েলপন্থী দাবি ট্রাম্পের
X
Fresh