• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

অপমানের জবাব দিতে ১০ লাখ টাকা নিয়ে শোরুমে কৃষক   

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ জানুয়ারি ২০২২, ১০:১১
অপমানের, জবাব, দিতে, ১০, লাখ, টাকা, নিয়ে, শোরুমে, কৃষক,    
ছবি: সংগৃহীত

কেম্পেগৌড়া নামে এক সুপারি চাষি তার বন্ধুর সঙ্গে গাড়ি দেখতে এসেছিলেন ভারতের কর্নাটকের একটি মাহিন্দ্রা শোরুমে। কেম্পেগৌড়ার সাধারণ বেশভূষা দেখে প্রচণ্ড অপমান করেন বিক্রয়কর্মী। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

জানা গেছে, কেম্পেগৌড়া এদিন একটি মাহিন্দ্রা বোলেরো পিকআপ ভ্যান কেনার জন্য তার বন্ধুকে নিয়ে খোঁজখবর নিতে এসেছিলেন। শোরুমে ঢোকার মুখেই সেলসম্যান তাদের তাচ্ছিল্যের সঙ্গে কিছু অপমানজনক কথা বলে।

কেম্পেগৌড়ার অভিযোগ, গাড়ি সম্পর্কে জানতে চাইলে কটূক্তি করে বিক্রয়কর্মী বলেন, 'পকেটে ১০ টাকা আছে? ১০ টাকার গাড়ি এখানে পাওয়া যায় না।'

এতে প্রচণ্ড অপমান বোধ করেন সুপারি চাষি কেম্পেগৌড়া। তিনি সেলসম্যানকে বলেন, ১০ টাকা নয় ১০ লাখ টাকার গাড়ি কেনার ক্ষমতা আছে তার।

সেলসম্যানকে চ্যালেঞ্জ ছুড়ে কেম্পেগৌড়া বলেন, তিনি যদি ১০ লাখ টাকা নিয়ে আসেন তাহলে ওই সেলসম্যানকে তৎক্ষণাৎ গাড়ি ডেলিভারি দিতে হবে।

পরে আধা ঘণ্টার মধ্যে নগদ ১০ লাখ টাকা নিয়ে ওই শোরুমে আবার আসেন কেম্পেগৌড়া। তবে সেলসম্যান তৎক্ষণাৎ গাড়ি ডেলিভারি দিতে সক্ষম হননি।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন কেম্পেগৌড়া। সূত্র: ইন্ডিয়া টুডে, এই সময়

এনএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কসবায় ছুরিকাঘাতে কৃষক হত্যা, গ্রেপ্তার ২
বাগেরহাটে কৃষককে পিটিয়ে হত্যা, আটক ৪
হিলিতে প্রান্তিক কৃষকের মাঝে বীজ-সার বিতরণ
যে কারণে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা
X
Fresh